Select Page

Erasmus Mundus বা ইরাসমুস স্কলারশিপ

May 20, 2022 | ইউনিভার্সিটি, পড়ালেখা, ভর্তি ভিসা

এই লেখাটি শুধু “Erasmus Mundus বা ইরাসমুস স্কলারশিপ” নিয়ে লেখা। অন্য সবার জন্য ভিন্ন আইন। তাই বিভ্রান্ত হবেন না , আশাকরি।

ইরাসমুস স্কলারশিপ কি ?
খুব সহজ ভাষায় এটি একটি স্কলারশিপ প্রোগ্রাম। এটি পেলে আপনি টিউশন ফ্রি এর টাকা + থাকা খাওয়া খরচ + ইন্সুরেন্স + অন্যান্য খরচ ইত্যাদির টাকা পাবেন। অর্থাৎ আপনার নিজের পকেটের টাকা খরচ হচ্ছে না।সুইডেনের “এস আই ” স্কলারশিপের সাথে এই স্কলারশিপের একটি বিরাট পার্থক্য আছে। সুইডেনের “এস আই ” স্কলারশিপ শুধু সুইডেনের জন্য আর ইরাসমুস কয়েকটি দেশ নিয়ে।ইরাসমুস স্কলারশিপ প্রোগ্রাম বা মাস্টার্স এ ভর্তি হলে আপনি কয়েকটি দেশে এই মাস্টার্স করবেন। অর্থাৎ ২ বছরের মাস্টার্স বা মোট চারটি সেমিষ্টার থাকলে , আপনাকে ইউরোপের একাধিক দেশে এই সেমিস্টার গুলি করতে হবে। মনেকরেন দুই সেমিস্টার সুইডেনে এবং বাকি ২ সেমিস্টার জার্মানিতে করবেন।

ভিসার কি হবে ?
আপনি শুরুতে যে দেশে মাস্টার্স শুরু করবেন , সেই দেশ থেকে ২ বছরের ভিসা নিতে পারেন।১) মনেকরুন আপনি প্রথম ২ সেমিস্টার ইউরোপের অন্য দেশে এবং বাকি দুই সেমিস্টার সুইডেনে করবেন। এরকম হলে ইউরোপের অন্য দেশ যদি এক সাথে ২ বছরের ভিসা দেয় তবে আপনাকে সুইডেনের জন্য নতুন করে ভিসা নিতে হবে না , কিন্তু সুইডেনের মাইগ্রেশন কে এটি জানিয়ে দিতে হবে।২) মনেকরুন আপনি প্রথম ২ সেমিস্টার ইউরোপের অন্য দেশে এবং বাকি দুই সেমিস্টার সুইডেনে করবেন। এরকম হলে ইউরোপের অন্য দেশে যদি ১ বছরের ভিসা দেয় তবে আপনাকে সুইডেনের জন্য নতুন করে ভিসা নিতে হবে।৩) মনেকরুন আপনি প্রথম ২ সেমিস্টার সুইডেনে এবং বাকি দুই সেমিস্টার ইউরোপের অন্য দেশে করবেন। এরকম হলে সুইডেন আপনাকে ১ বা ২ বছরের যাই ভিসা দিক ,(২ বছরের জন্য ভিসা আবেদন করবেন ),,আপনাকে সুইডেনের সেমিস্টার শেষ হবার আগেই ইউরোপের অন্য দেশে ইম্মিগ্রাশনে যোগাযোগ করতে হবে।

সুইডেনের জব সার্চিং ভিসা ?
ক ) আপনাকে মাস্টার্স শেষ করতে হবে , অর্থাৎ ডিগ্রী বা সার্টিফিকেট নিতে হবে। কোন কোর্স বাকি থাকলে হবে না। এবংখ ) আপনাকে কমপক্ষে ২ টি সেমিস্টার বা এক বছর সুইডেনে পড়ালেখা করতে হবে। এটি ইরাসমুস প্রোগ্রামের শুরুতে , মাঝে বা শেষে হলেও হবে। মোদ্দাকথা কমপক্ষে এক বছর সুইডেনে পড়ালেখা করতে হবে।গ ) ভিসার মেয়াদ শেষ হবার আগেই সুইডেনের জব সার্চিং ভিসা আবেদন করতে হবে।ঘ ) অন্যান্য শর্ত যেমন ব্যাংক ব্যালেন্স বা ইন্সুরেন্স ইত্যাদি পুরন করতে হবে।সব কয়টি শর্ত পুরণ করতে পারলে আপনি সুইডেনে এক বছরের জন্য জব সার্চিং ভিসা পাবেন।

কি যোগ্যতা লাগবে ?ধরাবাধা একক নিয়ম বা যোগ্যতা নেই। ভিন্ন ভিন্ন প্রোগ্রাম অনুযায়ী যোগ্যতা ভিন্ন ভিন্ন লাগে। তবে আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন , তবে নিজে আপনার পছন্দমত মাস্টার্স প্রোগ্রাম খুজুন। এরপর স্কলারশিপের আবেদন এর মত করে প্রোফাইল তৈরী করেন। তাড়াহুড়া করলে স্কলারশিপ পাবেন না , এটি নিশ্চিত। যেহেতু এর আসন সংখ্যা খুবই সীমিত তাই ১০০% প্রস্তুত হয়ে তারপর আবেদন করবেন।

আবেদন এবং ভর্তি প্রক্রিয়া :
এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পর্ন আলাদা। একটি ওয়েব সাইটে ইরাসমুস এর সকল স্কলারশিপের তথ্য থাকে , সেখান থেকে প্রক্রিয়া শুরু করতে হবে। লিংক- কমেন্টেএরপর বিভিন্ন দেশ অনুযায়ী তারিখ এবং আবেদন পদ্ধতির ভিন্নতা আছে।

(এই লেখাটিতে তথ্য গত ভুল থাকতে পারে।)

সকল বিষয়