Select Page

স্প্রিং সেমিস্টার ভর্তির আবেদন কি করা যাবে ?

May 8, 2021 | পড়ালেখা

২০২২ এর জন্য আপডেট দেয়া হবে জুন মাসে

সুইডেনে কাগজে কলমে ২ টি সেমিস্টার আছে। অটাম এবং স্প্রিং। এই স্প্রিং সেমিস্টারের খুবই কম ভর্তি নেয়া হয়। ক্লাশ শুরু হয় জানুয়ারিতে। আর ভর্তি প্রক্রিয়া শুরু হয় আগের বছর জুন মাসে।

অবশ্যই ভর্তি আবেদন করা উচিত , কেন নয় ? তবে মনে রাখবেন কিছু বিষয় :

1. এই সেশনে স্কলারশিপ আবেদন করার কোনো ঝামেলাই নেই। কারন এই সেশনে কোনো স্কলারশিপ দেয়া হয় না। সুতরাং স্কলারশিপ পেতে চাইলে অন্য/ অটাম সেমিস্টারে আবেদন করতে হবে। এই স্প্রিং সেমিস্টারে “ইউনিভার্সিটি” এবং “এস আই” কোনো স্কলারশিপ থাকে না।

2. যদি ভেবে থাকেন কাজ করে টিউশন ফি ম্যানেজ করবেন, তবে তা কোনমতেই সম্ভব না, বিশ্বাস করুন- আসলেই সম্ভব না। কাজ করে খুব বেশি হলে থাকা-খাওয়ার টাকা ম্যানেজ করতে পারবেন। বর্তমানে করোনা ভাইরাসের কারনে সুইডেনে থাকা ছাত্র থেকে শুরু করে অনেকেই চাকরি চলে গেছে। ফলে জানুয়ারিতে সুইডেনে গেলেও চাকরির ক্ষেত্রে খুব বেশি সুবিধা করতে পারবেন না ,,,এটি নিশ্চিত। তাই আগে থেকেই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।


3. কিছু বাটপার ইউ টিউব এ ভিডিও দিয়ে বলেছে যে ,,,”Spring semester এ Masters Program এ অ্যাপ্লাই করার সুযোগ NON-EU দের জন্য নেই “……….এটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া কথা। যে কেউ আবেদন করতে পারবেন। সুইডেনে বসবাসকারী দালাল বাটপার এদের থেকে সাবধানে দূরে থাকুন। এদের কাউকে এতটুকু বিশ্বাস করবেন না।


4. এই সেশনে খুব কম বিষয়ে ভর্তি নেয়া হয়। মাত্র ১৫-20 টি বিষয়ে মাস্টার্স এ ভর্তির সুযোগ রয়েছে। এর মধ্যে অনেকগুলি আবার ১ বছর মেয়াদি। ফলে আপনার পছন্দের মত বিষয় খুঁজে নাও পেতে পারেন। কিছু করার নেই।


5. “ধরো তক্তা মারো পেরেক”, খুব দ্রুততার সাথে সব কাজ করতে হবে। যেমন কিছু তারিখ মনে রাখতে হবে।

i) আইনত আবেদন করার শেষ তারিখ 16 আগস্ট। তবে আমার পরামর্শ জুলাই এর শুরুতেই আবেদন শেষ করবেন।

ii) আইনত কাগজপত্র এবং এপ্লিকেশন ফি ৯০০ সুইডিশ ক্রোনোর সুইডেনে পৌঁছার শেষ তারিখ ১ সেপ্টেম্বর। তবে আমার পরামর্শ আপনাকে জুলাই এর ১৫ তারিখের মধ্যেই কাগজপত্র এবং এপ্লিকেশন ফি দিয়ে দিবেন।

iii) এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভর্তির রেজাল্ট দিবে 21 অক্টোবর। এর রেজাল্ট হবার সাথে সাথে অক্টোবর মাসের মধ্যেই টিউশন ফি জমা দিয়ে ,,ভিসা আবেদন করতে হবে। আইন এ এরকম কিছু লেখা নেই। তবে বাস্তবে এটি বাধ্যতামূলক। কারন দেরি করলেই ভিসা পাবেন না। ভিসা প্রক্রিয়াতে মোটামুটি ৩ মাস লাগে। ফলে অনেকে ভর্তি হতে পারলেও ভিসা আবেদন করতে দেরি করে ,,,এবং ভিসা পায় না। তাই আগে থেকেই সাবধান।

6. বাংলাদেশে বৈধ কোনো এজেন্সি নেই , সব গুলি বাটপার। এদের কাছ থেকে দূরে থাকুন।

7. যে কোনো ইউনিভার্সিটি তে ভর্তি হতে IELTS বাধ্যতামূলক এবং কমপক্ষে ৬.৫ স্কোর থাকতে হবে।

8. যারা সুইডেনে পি এইচ ডি করতে চান , এবং ভালো আর্থিক সামর্থ আছে। তাদের জন্য সাবজেক্ট মিলে গেলে এই সেমিস্টারে আবেদন করা অনেক ভালো।

9. সুইডেনে সকল ইউনিভার্সিটি সামনের বছর 2022 এই স্প্রিং সেশনে ভর্তি নিতে খুব বেশি আগ্রহী না। মূলত এর পিছনে করোনা ভাইরাস পরিস্থিতি দায়ী। তাই সত্যিকার সঠিকভাবে স্কলারশিপ সহ সুইডেনে পড়তে চাইলে অটাম 2022 এ ভর্তির প্রস্তুতি নিন।

10. এই স্প্রিংসেমিস্টারে ভর্তির সবচেয়ে বড় সুবিধা হল , এক বছরের প্রোগ্রামে ভর্তি হলে আপনি ১৩ মাসের ভিসা পাবেন। আবার দুই বছরের প্রোগ্রামে ভর্তি হলেও আপনি ১৩ মাসের ভিসা পাবেন। অর্থাৎ আপনি সুইডিশ পার্সন নম্বর পাবেন, এক বছরের প্রোগ্রামে ভর্তি হয়েও।

১০০% নিশ্চিত এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য দেখুন। ভর্তির সকল তথ্য https://www.universityadmissions.se/
ভিসা এর সকল তথ্য https://www.migrationsverket.se/

সকল বিষয়