Select Page

সুইডেনে ভর্তি ভিসা নিয়ে চার শ্রেণীর বাটপার

May 7, 2021 | বাটপারি

কারো উপকার করা কঠিন হলেও ক্ষতি করা সহজ।  সুইডেনে যাওয়া বা ভর্তি নিয়ে বাটপারির সীমা পরিসীমা নেই।  আজ আপনাদের চার শ্রেণীর বাটপারদের পরিচয় করায়ে  দিবো :

১. ছোট বাটপার  : এডুকেশন, ভি এস বি , মেন্টর, হেল্প , ভিসা ইত্যাদি নামের এইসব এজেন্সী নামক বাটপার রয়েছে।  এদের কারো কোনো প্রকার বৈধতা নেই।  এরা যেটা করে , সেটা হলো ,,নানা মিথ্যা কথা বলে টাকা হাতায়।  আর নানা মিথ্যা বা ফলস ডকুমেন্ট তৈরী করে।  ৫০০/৬০০ আবেদন করে হয়তো ৫/৬ টি ভিসা পায়।  তারপর সেটাই জাহির করে।  এছাড়া অনেক প্রকৃত লোভী ছাত্র , যে নিজে নিজেই ভর্তি বা ভিসা পেয়েছে , সে নিজেই শুধু টাকার বিনিময়ে এদের মডেল হয়।  এদের কাছ থেকে দূরে থাকুন। এদের খপ্পরে একবার পরলে  বের হওয়া কঠিন।

২. মাঝারি বাটপার : ভারতীয় কিছু এজেন্সি এর লাইসেন্স ব্যবহার  করে এরা  আগে নিজেদের বৈধ দাবী  করতো।  এরপর যত ধরনের বাটপারি সম্ভব, তা করতো।  পাক ক্যারিয়ার জার্ক ইনফো ইত্যাদি নাম ছিল।  তবে ইদানিং এখন এরা  অনেক চালাক হয়েছে।  বাংলাদেশ থেকে টাকার বিনিময়ে ট্রেড লাইসেন্স নিয়েছে।  এদিকে সুইডেনের কিছু ইউনিভার্সিটি কে উল্টা পাল্টা বুঝিয়েছে।  যেমন এরা একজন ছাত্র পাঠালে টিউশন ফি এর ১০% পায়। এটাই এদের লাভ এর বেশি কিছু না ,,,, কিন্তু  বাস্তবে নানা ছলে বলে কৌশলে ছাত্রদের জিম্মি করে নানা টাকা আদায় করে।  তাই এদের কাছ থেকেও ১০০ হাত দূরে থাকুন। একবার এদের জালে আটক হলে সহজে আর বের হতে পারবেন না। মনে রাখবেন সুইডেনে ভর্তি ভিসার জন্য কোনো এজেন্সী এর দরকার নেই।

 ৩. বড় বাটপার : ইনারা শিয়ালের লেজ কাটা জাত।  এরা  নিজেরা অনেক ধরা খেয়ে সুইডেনে এসেছে।  এখন এক একজন সেবক হয়েছেন।  সুইডেন ছাত্র দিয়ে ফেসবুকে সার্চ দিলে হাজার হাজার গ্রূপ পাবেন।  এর পিছনে এই বাটপার বড় ভাই সকল রয়েছে।  এরা আপনাকে বলবে ,,দেখো আমি তো সুইডেনে থাকি , আমি তোমার ভর্তি ও ভিসার ব্যাপারে হেল্প করবো ,,,বিনিময়ে কিছু টাকা দিলেই হবে।  এছাড়া বাসা ভাড়া থেকে শুরু করে চাকরি সব ব্যাপারে হেল্প করবো।  এই সকল মিষ্টি কথায়  ভুলবেন না , এরাও প্রতারক বাটপার।    সুইডেনে শুধু বাসা ভাড়া দেবার কথা বলেই এরা প্রতি বছর কয়েক লক্ষ টাকা কামাই করে।  এই সকল বড় ভাই / বন্ধু রুপি শয়তানদের কাছ থেকেও দূরে থাকুন। নাহলে টাকার সাথে সাথে ইজ্জত চলে যেতে পারে। 

৪. সুপার বাটপার : ভরে দিক টার্ন্স  অথবা ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল বা ইনফো ইত্যাদি যে নামেই ডাকুন না কেন ,,,এদের প্রতারণার  উপায় হলো ইউ টিউব।  প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলবে , মহা দরদী একটি ভাব দেখাবে।  মনে হবে সাক্ষাৎ ফেরেশতা।  কিছু দিন পরে এরা খোলস ছেড়ে কৌশলে নিজের এজেন্সী এর কথা বলবে।  এদের চক্করে বা ফাঁদে  ধরা দেয়া মানেই টাকা শেষ। একটি উদাহরন  দেই , সুইডেনে ভর্তির আবেদন ফি ৯০০ সুইডিশ ক্রোনোর  মানে বাংলাদেশী ৭৫০০ টাকার মত।  আর এই বাটপার নিবে ৬০ হাজার টাকার মত শুরুতে এরপর ,,,। আবার এরা  নাকি আপনার স্কলারশিপ ব্যবস্থা  করে দিবে।  সম্পূর্ণ বাটপারি।  স্কলারশিপ দেয়া হয় যোগ্যতা দেখে , এখানে কাউকে টাকার বিনিময়ে স্কলারশিপ দেবার সুযোগ নেই। নিকৃষ্ট এই সব বাটপারদের কাছ থেকে দূরে থাকুন।

শেষ কথা , ভালো বলে কি কিছুই নেই।  কিভাবে তাহলে সুইডেনে যেতে পারবেন। সহজ উত্তর হলো ,,, সুইডেনে ভর্তি ভিসার জন্য কোনো এজেন্সী এর দরকার নেই।  আপনি নিজেই সব যথেষ্ট। এছাড়া আমাদের নিজস্ব এজেন্সীর ২ টি ওয়েব সাইট আছে , যেখান থেকে আপনারা সব তথ্য  পাবেন এবং ১০০% নিশ্চিত এবং বৈধ।  তাহলে আর দেরি কেন আমার ওয়েব সাইট এ চলে আসুন। মনে রাখবেন এই ২টি ওয়েব সাইট দিয়েই সব তথ্য  থেকে শুরু করে সব কিছু করতে হবে , আর হ্যা আপনি বাধ্য।

সকল প্রকার ভর্তির জন্য আমাদের এই ওয়েব সাইট দেখুন
www.universityadmissions.se

সকল প্রকার ভিসার জন্য আমাদের এই ওয়েব সাইট দেখুন
https://www.migrationsverket.se

কি তাও মনে ভরে  নাই , আরো তথ্য  চান ,,,ঠিকাছে তাহলে দেখুন
https://studyinsweden.se

ভালো থাকুন, সকল প্রকার বাটপার প্রতারক এদের কাছ থেকে নিরাপদে থাকুন।  শুভকামনা 

সকল বিষয়