Select Page

সুইডেনে পুলিশের ফাইন এবং সত্যিকার শাস্তি

Aug 21, 2021 | অধিকার এবং আইন

 সুইডেনে পুলিশের ফাইন এবং সত্যিকার শাস্তি 

সুইডেনের একটি ছোট রাস্তা, লেখা সর্বোচ্চ গতি ৬০ কিমি। ছুটির দিন ফাঁকা রাস্তা। স্বাভাবিক ভাবেই আমার গাড়ির গতি ছিল একটু বেশি মানে ইয়ে …. হটাৎ দূর থেকে দেখলাম কোনায় পুলিশ লেজার গান নিয়ে তৈরী।  যত জোরে সম্ভব ব্রেকে পা দিলাম।  আমার গাড়ির ব্রেক ভালো ছিল ।  যাইহোক পুলিশের কাছে গিয়ে থামলাম।  পুলিশ মুখ হাসি হাসি করে বললো ,,,,ভালোই ব্রেক করেছো ,,,স্পীড এসেছে ৫৯ কিমি। এবার গম্ভীর হয়ে বললো ,,,অল্পের জন্য  বাইচ্চা গেলা  তবে আমি দেখেছি তুমি জোরে ব্রেক করেছো।  যাইহোক এরপর থেকে সাবধানে চালাবে।  আমি মুখে তেলতেলা ভাব নিয়ে “জি হুজুর” বলে সেখানে থেকে চলে আসি।  তবে বাস্তবে সবার ভাগ্য সব সময় ভালো হয় না।  ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো উচিত।  
ভয়াবহ খবর হলো , এখন থেকে পুলিশকে হয়তো  আর “লেজার স্পিড  গান” দিয়ে গাড়ির গতি দেখতে হবে না।  কারন  পুলিশের গাড়িতে বসানো হয়েছে ৩৬০ ডিগ্রি স্পেশাল ক্যামেরা।  ফলে এই “সুপারবিল” পুলিশের গাড়ি নিজেই সামনে পিছনে ডানে বামে যেকোন গাড়ির গতি দেখাবে।  ফলে অতি সহজেই ধরা খাবেন তারা, যারা বেশি গতিতে গাড়ি চালান।  লিংক https://www.svt.se/nyheter/inrikes/polisen-skaffar-fram-superbilar
 জোরে গাড়ি চালানোর জন্য আপনাকে ফাইন করতে পারে , যাকে বলে  “Dagsböter” এরকম ফাইন খেলে আপনার “পি আর” পেতে অনেক ঝামেলা হবে। ধরে নিতে পারেন প্রতি দিনের হিসাব ৭০ ক্রোনোর।  অর্থাৎ আপনাকে যদি ২১০০ ক্রোনোর ফাইন করে তবে সেটিকে ৩০ দিন হিসেবে হিসাব করে  “Dagsböter 30” বলবে। 
সহজ হিসাব দিচ্ছি  
ফাইন ২১০০ ক্রোনোর =  “Dagsböter 30” = যেদিন আপনার “পি আর” পাওয়ার কথা, তার থেকে আইনত কমপক্ষে ১ বছর বেশি অপেক্ষা করতে হবে , বাস্তবে ২ থেকে ৫ বছর বেশি অপেক্ষা করতে হবে। 
ফাইন 4200 ক্রোনোর =  “Dagsböter 60” = যেদিন আপনার “পি আর” পাওয়ার কথা, তার থেকে আইনত কমপক্ষে দুই  বছর বেশি অপেক্ষা করতে হবে , বাস্তবে ৩ থেকে ৭ বছর বেশি অপেক্ষা করতে হবে।  মদ খেয়ে গাড়ি চালালে অথবা বাচ্চার সিট্ না থাকলে অথবা এক্সিডেন্ট করে পালিয়ে গেলে ইত্যাদির কারনে জরিমানার পাশাপাশি জেল হতে পারে। 
যদি আপনার মাত্র ১ মাসের জেল হয় তবে যেদিন আপনার “পি আর” পাওয়ার কথা, তার থেকে আইনত কমপক্ষে চার   বছর বেশি অপেক্ষা করতে হবে , বাস্তবে ৭ থেকে ১০ বছর বেশি অপেক্ষা করতে হবে। 
ভয়াবহ ব্যাপার হলো ইউরোপের অন্য দেশেও কোন শাস্তি পেয়ে থাকলে , সেটাও “পি আর” দেবার সময় বিবেচনা করা হবে।  কারন পরিষ্কার করে লিখে দিয়েছে যে “Även brott begångna utomlands kan vägas in i beslutet.”
আপনি সুইডেনের বা ইউরোপের অন্য দেশের পাসপোর্ট পেয়ে গেছেন।  তাহলে আর সমস্যা কি ? হ্যা সেক্ষেত্রেও সমস্যা আছে।  ফাইন বা জেল হলে সেটা আপনার পার্সন নম্বরে লেখা হয়ে যাবে।  ফলে ভবিষ্যতে অনেক চাকরি করতে পারবেন না , ঋন  নিতে ঝামেলা হবে।  এমনকি সরকারি সুযোগ সুবিধা পেতেও নানা ঝামেলা হবে।  তাই আইন মানুন, নিশ্চিন্তে নিরাপদ জীবন যাপন করুন। 

https://www.migrationsverket.se/Privatpersoner/Bli-svensk-medborgare/Medborgarskap-for-vuxna/Skotsamhet.html
https://www.migrationsverket.se/Privatpersoner/Flytta-till-nagon-i-Sverige/Nyhetsarkiv/2021-07-28-Nya-sarskilda-krav-for-permanent-uppehallstillstand.html

সকল বিষয়