Select Page

সুইডেনে ডাক্তার যখন দরকার

May 7, 2021 | চিকিৎসা

 যাদের পার্সন নম্বর আছে তাদের জন্য ১ ম অংশ :

সুইডেনের চিকিৎসা ব্যবস্থা বেশ ভালো।  আধুনিক দুনিয়ার সবচেয়ে দামি এবং ভাল মেশিনগুলি সুইডেনে ব্যবহার করা হয়।  প্রথমেই খরচে র হিসাব

অসুস্থ্য হলে প্রথমে নার্স দেখবে দিতে হবে ২০০ ক্রোনোর।

বেশি অসুস্থ্য হলে ডাক্তার দেখবে দিতে হবে ২০০ ক্রোনোর।

মারাত্মক অসুস্থ্য হলে: হাসপাতাল এ ভর্তি হন তবে সর্বোচ্চ আপনাকে ১০০ ক্রনোর /দৈনিক দিতে হতে পারে।

ভয়ের কিছু নেই ,,,মনে করুন আপনি সেপ্টেম্বর মাসে অসুস্থ্য হয়ে নার্স ও পরে ডাক্তার  দেখালেন এবং শেষে  বিশেষজ্ঞ ডাক্তার দেখালেন ,,মানে সেপ্টেম্বর মাসেই খরচ হলো ৭৫০ ক্রোনোর। নভেম্বর মাসে গিয়ে আবার নার্স ও ডাক্তার দেখাতে হলো ,,,গেলো আরো ৩৫০ ক্রোনোর।   পরে ডিসেম্বর ও ফেব্রূয়ারিতে আরো ডাক্তার নার্স দেখাতে হলো।  তবে এবার আর খরচ হবে না।  কারণ সর্বোচ্চ ১১oo – ১১৫o  ক্রোনোর এর পর আপনাকে আর এক বছরের মধ্যে টাকা দিতে হবে না। 

মানে হলো ১১০০ ক্রোনোর  দেয়ার পর ,,,পরবর্তী ১ বছর ফ্রি চিকিৎসা পাবেন ,,,নার্স +ডাক্তার + বিশেষজ্ঞ ডাক্তার সব ফ্রি।

তবে মনে রাখবেন যেদিন থেকে আপনার ১১০০ ক্রনোর দেয়া হয়ে যাবে সেদিন থেকে ১ বছর কিন্তু ফ্রি না।  দিন গোনা শুরু হবে যেদিন আপনি প্রথম বার ভিসিট দিয়েছেন সেদিন থেকে।  ধরুন আপনি মার্চ মাসের  ২০ তারিখ ২০২০ এ  ডাক্তার দেখিয়েছেন প্রথমবার আর আপনার ১১০০ ক্রনোর দেয়া শেষ হয়েছে ফেব্রূয়ারির  ২০ তারিখ ২০২১ এ তাহলে আপনার জন্য ফ্রি হচ্ছে ফেব্রূয়ারির  ২১ তারিখ থেকে মার্চ মাসের ২০ তারিখ পর্যন্ত মানে একমাস মাত্র।

এই হিসাব সমগ্র সুইডেনের জন্য না।  এলাকা ভেদে কিছুটা এদিক ওদিক হতে পারে।  তবে মারাত্মক কোনো পরিবর্তন হবে না।

এতো গেলো চিকিৎসার হিসাব ,,এবার আসুন টেস্ট এর হিসাব।  চিকিৎসা শুরুর আগে , মাঝে বা শেষে নিতে হতে পারে নানা টেস্ট।  যেমন রক্ত পরীক্ষা , পেশাব পায়খানা অথবা এক্সরে অথবা আল্ট্রাসোনো ।  প্রতিটি টেস্ট এর জন্য আপনাকে দিতে হবে ,,,,না থাক, দিতে হবে না কিছুই। সুইডেনে সকল প্রকার টেস্ট ফ্রি। কোনো টাকা লাগবে না। যদি ???

যদি টেস্টটি আপনার ডাক্তার বা নার্স এর ভিসিট এর সাথে সম্পর্কিত থাকে অথবা ফ্রি লেখা থাকে।  কিন্তু যদি ফলোআপ বা কন্ট্রোলটেস্ট  থাকে তবে আপনাকে সর্বোচ্চ ২০০ টাকা দিতে  হবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। 

দামি পরীক্ষা করতে চাইলে আপনাকে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে যেমন আলট্রাসনোগ্রাফি বা সিটি স্ক্যান।  যদি নিজে করতে চান তবে বাংলাদেশের চেয়ে খরচ বেশি। 

এবার আসুন অপারেশন খরচ।   দরকার হতে পারে আপনার টিউমার , এপেন্ডিক্স অথবা বাচ্চার জন্য সিজার অপারেশন।  প্রতিটি অপারেশন  এর জন্য আপনাকে দিতে হবে ,,,,না থাক, দিতে হবে না কিছুই।

সুইডেনে সকল প্রকার অপারেশন  ফ্রি। কোনো টাকা লাগবে না।  সরকারের যত টাকাই খরচ হোক ,,আপনাকে কিছু দিতে হবে না।

তবে ইয়ে (বাচ্চার মুসলমানি করানো ফ্রি না)  => নো কমেন্ট !!!!

আইনত নিষেধ উপযুক্ত কারন ছাড়া।

এমার্জেন্সি খরচ:  মনে করুন আপনি মারাত্মক অসুস্থ্য হয়ে ইমার্জেন্সিতে গেলেন।  তাহলে আপনাকে দিতে হবে ,,,,না থাক, দিতে হবে না কিছুই।

হাসপাতাল এ ভর্তি হন তবে সর্বোচ্চ আপনাকে ১০০ ক্রনোর /দৈনিক দিতে হতে পারে।

সুইডেনে সকল প্রকার এমার্জেন্সি চিকিৎসা   ফ্রি। কোনো টাকা লাগবে না।

তবে মিথ্যা কিছু বলে এমার্জেন্সি চিকিৎসা কেন্দ্রে গেলে ফাইন দিতে হতে পারে ৫০০০ ক্রোনোর এর মত !!!  এমার্জেন্সি নম্বর হলো ১১২  যেকোনো মোবাইল থেকে ফোন করা যায় ,,,মোবাইলে সিম কার্ড না থাকলেও এই নম্বরে ফোন করা যায়।  ইমার্জেন্সিতে ফোন করলে বলা হয় যে ৭ মিনিটের মধ্যে এম্বুলেন্স ঘটনা স্থলে পৌঁছে যাবে।  আমার নিজের ক্ষেত্রে ৪ মিনিটে এসেছিলো।  তবে গুরুত্ব পূর্ণ মনে না করলে এম্বুলেন্স আসবে না।  যেমন বাচ্চা হবার পেইন উঠলে এম্বুলেন্স আসে না ,,,আজিব

এম্বুলেন্স ডাকলে :  সাধারণত ফ্রি তবে বিশেষ ক্ষেত্রে টাকা দিতেও হতে পারে।  মিথ্যা কারণ দেখিয়ে এম্বুলেন্স ডাকলে ফাইন দিতে হবে।

হার্ট এটাক ধরণের কিছু হলে ,,হেলিকপ্টারে করে আপনাকে হাসপাতালে নেয়া হতে পারে ,,, হেলিকপ্টার চড়া ফ্রি।  তবে গরমের সময় কোনো সুন্দরীর পোশাক আশাক দেখে ,,,,”হার্ট এটাক ” হলে বুঝবেন আপনি একটা *!  কিছু করার নেই ,,মানসিক ডাক্তার দেখাতে হবে।

ঔষুধের খরচ :  হাসপাতাল থেকে সরাসরি কোনো ঔষুধ দেয়া হলে আপনাকে দিতে হবে ,,,,না থাক, দিতে হবে না কিছুই। সেটা ফ্রি।

তবে সুইডেনের ঔষুধের  দোকান থেকে যদি কিছু কিনেন।  তবে জেনে রাখবেন সুইডেনে  ঔষুধের  দোকান মাত্র ২ ধরণের  ঔষুধ বিক্রি করে।

ক )  যেটা সবাই কিনতে পারে , কোনো প্রেস্ক্রিপশন লাগে না।  এটি যে দাম লেখা আছে সেই দাম দিয়েই কিনতে হবে ,,,মাফ নাই।  মূলত প্যারাসিটামল ও ডায়রিয়ার ঔষুধ টাইপ জিনিস।

খ) যেটা র জন্য প্রেস্ক্রিপশন লাগে। ডাক্তার আপনার পারসন নম্বরে ঔষুধ লিখবেন কম্পিউটারে।  এরপর যে কোনো ঔষুধের দোকানে গিয়ে   এটি আপনার আইডি কার্ড দেখিয়ে কিনতে হবে।   এটি যে দাম লেখা আছে সেই দাম দিয়েই কিনতে হবে ,,,মাফ আছে !!!!  একটি নির্দিষ্ঠ মাত্রার বেশি টাকার ঔষুধ কিনতে হলে ,,আপনি সুইডেন সরকারের ইন্সুরেন্স এ আবেদন করলে ঔষুধ কেনার টাকার একটি বড় অংশ ফেরত পেতে পারেন। (আমার জানা মতে ,,বাংলাদেশের কোনো ডাক্তারের লেখা প্রেস্ক্রিপশন দিয়ে সুইডেনে ঔষুধ কেনা যায় না। )

দাঁতের ও চোখের চিকিৎসা (চশমা) :  ওরে বাবা কোনো মাফ নেই।  আপনাকে সব খরচ বহন করতে হবে।   তবে চোখের চশমা বাদে অন্য চিকিৎসা ,,যেমন অপারেশন ইত্যাদি ফ্রি হতে পারে ,,,হাসপাতাল সেটার সিদ্ধান্ত নিবে।

বয়স যখন ১৮ বছরের নিচে  (ন্যাদা বাচ্চা)  অথবা ৮৫ বছরের বেশি :   আপনার জন্যই সুইডেন।  আপনাদের সকল চিকিৎসা ফ্রি।  ঔষুধ ফ্রি।  এমনকি দাঁতের ও চোখের চিকিৎসা ফ্রি।   নার্স / ডাক্তার / বিশেষজ্ঞ ডাক্তার+ ঔষুধ + অপারেশন ইত্যাদি সকল কিছুই ফ্রি।  বলেন আলহামদুল্লিয়াহ

ইয়ে মুসলমানি ,,,না থাক এটি তো আগেই বলেছি 😉

হাসপাতালে যাতায়াত খরচ :  মনে করুন হাসপাতাল থেকে আপনাকে চিঠি দিয়েছে ,,, অমুক তারিখে দেখা করো ,,,সেই চিঠি টি আপনি টিকিটের মত ব্যবহার করে ফ্রি বাস ও ট্রেন এ করে হাসপাতালে যেতে পারবেন।  আলাদা করে বাস বা ট্রেন এর টিকিট কাটতে হবে না।  তবে এটি শুধু ওই নির্দিষ্ঠ দিনে আপনার বাসা থেকে হাসপাতাল পর্যন্ত কার্যকর।  আবার সেই চিঠি দেখিয়ে ফ্রি বাসাতে ফেরত আসতে পারবেন।  পাপী মন প্রশ্ন করে : বাসার ঠিকানা যদি বাংলাদেশ লিখি তাহলে কি বাংলাদেশ যাতায়াত ফ্রি ?????

বড় শহরে হয়েছে আধুনিক প্রাইভেট হাসপাতাল : এগুলির খরচ নিশ্চিত ভাবে বলা সম্ভব না।  বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।  অনেক সময় প্রাইভেট চিকিৎসাও ফ্রি হয়ে থাকে তবে সব সময় না।

মোবাইল চিকিৎসা প্রাইভেট  : ইদানিং নতুন বের হয়েছে ,,,, ফোনে প্রাইভেট  ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা নেয়া।  এটি প্রাইভেট হাসপাতাল এর মত খরচরের নির্দিষ্ঠ হিসাব নেই।  তবে বাচ্চাদের জন্য  মোবাইল ফোনে প্রাইভেট  ডাক্তারের খরচ নেই ,,ফ্রি।

মোবাইল চিকিৎসা পরামর্শ :  এটি সরকারি এবং সম্পূর্ণ ফ্রি।  বছরে ৩৬৫ দিন ২৪ ঘন্টাই খোলা।  আছে সুইডিশ অথবা ইংলিশ ভাষাতে কথা বলার সুযোগ।  আপনার মোবাইল থেকে ১১৭৭  নম্বরে (1177) ফোন করে এই মোবাইল চিকিৎসা পরামর্শ নিতে পারেন। একজন অতি সুন্দরী নার্স আপনাকে পরামর্শ দিবেন। লইজ্জার কিছু নাই 🙂

 যাদের পার্সন নম্বর নেই  তাদের জন্য ২ য় বা শেষ  অংশ :

আপনাকে সুইডেন আসার আগেই ইন্সুরেন্স কিনতে হবে।  অথবা আপনার ইউনিভার্সিটি ইন্সুরেন্স দিয়ে দিবে।  এক্ষেত্রে সাধারণ নিয়ম হলো ,,,প্রতিবার অসুস্থ্য হলে আপনি নিজের টাকাতে সব চিকিৎসা করবেন এবং পরে ইন্সুরেন্স থেকে টাকা ফেরত পাবেন ০-১০০%

শুধু নার্স দেখানোর জন্য প্রতিবার দিতে হবে ১৫০০ ক্রোনোর এর মত।  শহর ভেদে ভিন্ন হতে পারে।  ২ দিন হাসপাতালে থাকলে মোটামুটি খরচ হয় ৪০০০০ (চল্লিশ হাজার ) ক্রোনোর এর মত।  অর্থাৎ প্রতিদিন প্রায় ২ লক্ষ বাংলাদেশী টাকা।

ছুটির দিনে সুইডেনে ডাক্তার যখন দরকার তখন অনেক সময় মাথা খারাপ হয়ে যায়।

১. কিভাবে কি কোথায় যোগাযোগ করবো ?
যদি জীবন মরন সমস্যা হয় বা ভয়াবহ বিপদ (হার্ট এটাক বা অতিরিক্ত রক্তপাত ) এরকম কিছু হলে সাথে সাথে 112 নম্বরে ফোন দিতে হবে। উল্লেখ্য  যে মোবাইলে টাকা না থাকলে.. এমনকি  মোবাইলে সিম কার্ড না থাকলেও এই এমার্জেন্সি নম্বরে ফোন দিতে পারবেন।
ফোন দিয়ে প্রথমেই আপনার সুইডিশ পার্সন নম্বর বলবেন ,,,তাহলে ঠিকানা থেকে শুরু করে অনেক কিছু করা সহজ হয়ে যাবে।

২. সাধারন  সমস্যা যেমন জ্বর  সর্দি কাশি হলে ,,,আপনার যে  চিকিৎসা কেন্দ্রে রেজিস্ট্রেশন করা আছে ,,,সেখানে ফোন দিন।  বেশিরভাগ শহরে চিকিৎসা কেন্দ্রে ফোন দিলে এরপর আপনার সুইডিশ পার্সন নম্বর এবং টেলিফোন নম্বর দিলে ,,,,উনারা কল ব্যাক  করে।

৩. নিকটস্থ চিকিৎসা ক্ষেত্রে যদি টেলিফোনে যোগাযোগ করতে না পারেন ,,,,অথবা রাত  হলে ,,,সেক্ষেত্রে আপনি 1177 নম্বরে ফোন দিবেন।  এটি ২৪ ঘন্টা খুলা থাকে ,,,এবং টেলিফোনে পরামর্শ নিতে কোনো টাকা দিতে হবে না।

৪. যদি আপনি সাধারন  কোনো তথ্য  জানতে চান ,,,তবে এই ওয়েব সাইট থেকে অনেক তথ্য  পাবেন আশাকরি।  https://www.1177.se

৫. বর্তমানে বেশ কিছু ডিজিটাল ডাক্তার  ব্যবস্থা  সুইডেনে চালু হয়েছে।  এটি সহজ কথায়  হলো ডাক্তারের সাথে ভিডিও চ্যাট করা।  এক্ষেত্রে একজন ডাক্তার আপনাকে ১৫-২০ মিনিট সময় দিবে।
 ১৮ বছরের কম বয়সী রুগী দের জন্য এটি সব সময় ফ্রি।  এবং ১৮ + রুগীদের জন্য আপনাকে টাকা দিতে হবে।
এর ভিতরে আবার সরকারি এবং বেসরকারি ডাক্তার আছে।
সরকারি ডাক্তার দেখাতে  হলে ১০০ ক্রোনোর  দিতে হবে।  ডাক্তার ভিডিও চ্যাট করে আপনাকে ঔষুধ  দিবে। সব শহরে সরকারি ডাক্তার ভিডিও চ্যাটে  যোগাযোগের সুযোগ নেই।  তবে অনেক শহরেই আছে ,,,এবং উনারা অনেকেই ছুটির দিনেও রুগী দেখেন।  তবে রাত্রে রুগী দেখেন না।

বেসরকারী  ডাক্তার ভিডিও চ্যাট করে এরকম আমি চারটি ওয়েব সাইট পেয়েছি ,,,কোনটি ভাল বা খারাপ জানি না।
https://www.mindoktor.se
https://doktor.se
https://www.kry.se
https://doktor24.se
তবে আমার এক বন্ধু বলেছে ,,,যদিও এইসব ওয়েব সাইট ফ্রী  বলা হয় ,,,তারপরেও নাকি হিডেন কস্ট  থাকে অর্থাৎ আপনাকে ফি দিতে হতে পারে ,,, আমি নিশ্চিত হিসাব জানি না।

৬. এবার বলি ওষুধের কথা।  সুইডেনে আপনার আশেপাশের ওষুধের দোকান থেকে আপনি ওষুধ কিনেন ,,,ডাক্তার প্রেসক্রিপশন করলে ,,,সেটি আপনি আপনার আই  ডি  দেখিয়ে ওষুধ  কিনতে পারেন।
তবে আমি ব্যক্তিগত ভাবে অনলাইন থেকে ওষুধ কিনি।  কারন  এতে আপনার খরচ অনেক কম হয়।  আমার পছন্দ হলো
 https://www.apotea.se
এখানে আপনি সাধারন  ওষুদের পাশাপাশি ডাক্তারের প্রেসক্রিপশন দেখতে পাবেন এবং সকল ঔষুধ  কিনতে পারবেন তুলনামূলক কম দামে।  এছাড়া এদের পোস্টাল চার্জ নেই অর্থাৎ পোস্টের  মাধ্যমে পাঠানোর জন্য কোনো টাকা দিতে হবে না।  আমি শুক্রবার রাতে অনলাইনে অর্ডার দিয়ে সোমবার সকালেই ওষুধ বাসায় পেয়ে গেছি।

যাদের সুইডিশ পার্সন নম্বর নেই ,,,উনাদের জন্য বিশেষ আইন আছে।  যতদূর জানি ,,সুইডিশ পার্সন নম্বর না থাকলে অনেক বেশি টাকা খরচ করতে হবে।  তবে কত বেশি এবং কি কি সুবিধা বা অসুবিধা তা নিশ্চিত জানি না , তাই এই বিষয়টি নিয়ে কিছু লেখা আমার পক্ষে সম্ভব না , দুঃখিত।

এই লেখাটিতে তথ্য গত ভুল থাকতে পারে , এরকম ভুল জানার সাথে সাথে এডিট করে ঠিক করে দিবো।

ডাক্তারি সার্টিফিকেট কোথায় পাবো ?
যদি আপনার ডাক্তার কোনো সার্টিফিকেট বা ইন্টিগ্  দিয়ে থাকে ,,,তবে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ফোন করলে পোস্টের  মাধ্যমে পাঠিয়ে দিবে।  এছাড়া আপনি ১১৭৭ তে ফোন করেও চাইতে পারেন।
আর ডিজিটাল পেতে চাইলে
লগ ইন করুন www.1177.se
এরপর ক্লিক করুন  Alla övriga tjänster
এরপর ক্লিক করুন  Mina intyg.

এরপর “পি ডি এফ” এ ক্লিক করলে আপনি আপনার সার্টিফিকেট কম্পিউটারে সেভ করতে পারবেন।  পরে সেটি চাকরিদাতা বা যে জায়গায় পাঠাতে চান  সেখানে ইমেইল করে দিতে পারেন। 

সকল বিষয়