Select Page

সুইডেনে চাকরি পাবার সহজ উপায়

May 8, 2021 | চাকরি এবং ওয়ার্ক পারমিট

সুইডেনে চাকরি পাবার সহজিয়া তরিকা : ৩ টি জিনিস জানা থাকলে আপনি সুইডেনে নিশ্চিত চাকরি পাবেন
১. সুইডিশ ভাষা
২. সুইডিশ ভাষা এবং
৩. সুইডিশ ভাষা
সুতরাং বুঝতেই পারছেন ,,,সুইডেনে চাকরি পেতে চাইলে সবচেয়ে যে জিনিসটি জানা দরকার সেটি হলো সুইডিশ ভাষা।এবার আসুন নতুন যারা সুইডেনে এসেছেন এবং সুইডিশ ভাষা জানেন না ,,,তাদের জন্য চাকরি পাবার কিছু “বুলেট উপায়”।

১. সিভি :
i ) আপনার সিভি যে কোনো ফরমেটেই হতে পারে। তবে এন্ট্রি লেভেলের কাজের আবেদন করলে ,,,সিভি কোনো মতেই ২ পৃষ্ঠার বেশি হওয়া উচিত না।

ii) বাস্তবে বেশিরভাগ ইংলিশ সিভি চলবে না। বেশিরভাগ ইংলিশে লেখা সিভি সরাসরি ফেলে দেয়া হয়। তাই আপনি সুইডিশ ভাষা না জানলেও ,,,সিভিটা সুইডিশ ভাষাতে লিখবেন (অন্য কারো সাহার্য্য নিয়ে)

iii) অনার্স ৪ বছরের হলে পাশে লিখে দিবেন motsvarar svensk kandidatexamen 240 hp
মাস্টার্স ১ বছরের হলে পাশে লিখে দিবেন motsvarar svensk magisterexamen 60 hp
মাস্টার্স 2 বছরের হলে পাশে লিখে দিবেন motsvarar svensk masterexamen 120 hpvi)
চাকরির অভিজ্ঞতা থাকলে পরিষ্কার করে তারিখ লিখবেন , শুরু ২০১৬ -০৪-০৫ থেকে শেষ ২০১৭-১১-১২ পদবি এবং দায়িত্ব লিখবেন

।v) রেফারেন্স ,,,হতে পারে আপনার কোর্স টিচার, চাকরির বস, সুইডেনে আপনার বান্ধবীও রেফারেন্স হতে পারে।

vi) এটি অনেকের জন্য নতুন , একে বলে “মেন্টর” . আপনি সুইডেনের কাউকে আপনি মেন্টর হিসেবে উল্লেখ করতে পারেন। চাকরিদাতা উনার কাছ থেকে আপনার পড়ালেখার + অভিজ্ঞতার বর্ননা শুনবেন। এটি ১০০% বৈধ এবং ১০০% কার্যকর পদ্ধতি। তবে অনেকেই এটি বুঝবে না।

vii) আপনি একটি মানুষ হলেও ভিন্ন ভিন্ন সিভি লিখবেন। যেমন ম্যাকডোনাল্ড এ কাজের আবেদন করার সময় ,,,আপনি কম্পিউটারে কত কত এডভান্স লেভেলের কোর্স করেছেন ,,লেখার দরকার নেই। আপনার রিসার্চ বা কন্ট্যালসেন্সি ধরনের চাকরিতে আপনি জাতীয় কাবাডি দলে ছিলেন ইত্যাদি লেখার দরকার দেখিনা। মোদ্দাকথা চাকরির ধরন অনুযায়ী এডিট করে সিভি জমা দিবেন।

viii) linkedin ধরনের ওয়েব সাইট গুলিতে আপনার সিভি ইত্যাদি রাখতে পারেন। অনেক সময় কাজে লাগে।

২. সুইডেনের সব চাকরির খোঁজ পাবেন এখানে ams.se তবে এরমধ্যে অধিকাংশ ভুয়া ! তাই শুধু বিজ্ঞাপন দেখলেই হবে না ,,,আগে ভাল করে খোঁজ করতে হবে।

৩. সুইডেনে প্রায় সব শহরে “চাকরির মেলা” আয়োজন করা হয়। এসব মেলাতে যাবেন, কথা বলবেন।

৪. গ্রীষ্মকালীন কাজ কি ? এটি মূলত ২ মাসের জন্য স্পেশাল চাকরি। তবে ভালো কাজ দেখাতে পারলে ২ মাসের কাজ ২ বছর হয়ে যেতে পারে। মূলত জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আবেদন করতে হয়। আপনি যে শহরে বসবাস করেন , সেখানকার কমুনের নিজস্ব ওয়েব সাইট দেখুন। সেখানে sommarjobb এর খোঁজ করুন। অথবা কমুনের রিসিপশনে নিজে গিয়ে বা ফোন করে খোঁজ নিন। এছাড়া অনেক বড় বড় কোম্পানি তাদের নিজস্ব ওয়েব সাইট sommarjobb এর তথ্য দিয়ে থাকে।

৫. অনেক বিষয়ে পড়ালেখা করলে ইন্টারশিপ করার সুযোগ থাকে। সেখানে খেয়াল রাখবেন ,,,এমন প্রতিষ্ঠানে ইন্টারশিপ করবেন ,,যেখানে পরে চাকরি পাবার সুযোগ বেশি। ইন্টারশিপ করার সুযোগ না থাকলেও ,,,ডিপার্টমেন্ট কে ম্যানেজ করে অনেক সময় ইন্টারশিপ নেয়া সম্ভব হয়।

৬. মাতব্বরি করে হুদাই থিসিস করবেন না। বরং থিসিস নেবার আগে কিছু কোম্পানির সাথে কথা বলুন। পেলেও পেতে পারেন পেইড থিসিস করার সুযোগ। কম করেও ৫০ হাজার ক্রোনোর পেতে পারেন। চেষ্টা করতে দোষ কি !!!

৭. কিছু প্রতিষ্ঠান আছে , তাদের সাহার্য্য নিতে পারেন , যেমন SACO, TCO and LO. academicwork.se

৮. মোটামুটি নিশ্চিত কম বেতনের চাকরি পাবার সহজ জায়গা , বিভিন্ন আবাসিক হোটেলে, ক্লিনিং কোম্পানি এবং রেকলাম / বিজ্ঞাপন এবং নিউজপেপার বিলি করার কাজ। আপনি যে শহরে বসবাস করেন , সেখানকার এদের অফিসে সরাসরি গিয়ে কথা বলতে হবে। এরপর প্রতি ১৫ দিন বা ১ মাস পরপর খোঁজ করতে হবে। আপনার সত্যি চাকরির দরকার এটি উনাদের বুঝতে হবে।

৯. প্রতিটি চাকরির বিজ্ঞাপনে চাকরিদাতা হিসেবে একজনের ফোন নম্বর দেয়া থাকে। উনার সাথে কথা বলবেন ফোনে। হুদাই জিজ্ঞাসা করবেন ,, কতগুলি আবেদন হলো,,, বিদেশী কাউকে নিবে কিনা ,,,কবে থেকে ইন্টারভিউ শুরু হবে… উনার প্রতিষ্ঠানে অন্য চাকরি আছে কি না ইত্যাদি। মোদ্দাকথা আপনার আগ্রহ দেখাতে হবে।

১০. ইচ্ছাকরুক আর না করুক। ভাইবাতে কফি খাইতে দিতে চাইলে ,,না বলবেন না। এক চুমুক দেবার ভঙ্গি করে রেখে দিন ,,,তাও ভালো। শীতের টুপি পরে বা সানগ্লাস পরে .. ভাইবা না দেয়াই ভালো। এরকম কিছু জিনিস শিখে রাখবেন। ভাইবাতে নিজেকে ব্যাখ্যা করতে বলে ,,,সেক্ষেত্রে আপনার পড়ালেখা এবং অভিজ্ঞতা ,,,কি কি দায়িত্বে ছিলেন ,,,,কিভাবে সমস্যা সমাধান করেছেন বা করবেন ,,সেটি বলবেন। আপনার ভালো দিক বলবেন ,,,আর খারাপ দিকের কথা জানতে চাইলে বলবেন ,,,আপনি বিদেশী ,,,এত প্রস্তুতির পরেও হয়তো এমন চিঠি পাবেন
Hej Mr.Tack ännu en gång för din ansökan till tjänsten ….Du har en spännande bakgrund, men vi måste tyvärr meddela att vi nu valt att gå vidare med andra kandidater.Välkommen att söka till oss igen!Vi önskar dig lycka till i din fortsatta karriär.

হতাশ হবার কিছু নেই আবার চেষ্টা করুন অন্য জায়গাতে।এবার পানিপড়া টেকনিক ,,,,ভাইবা বোর্ডে যদি প্রশ্ন করে ,,,আপনি কত বেতন চান এবং কবে থেকে চাকরিতে যোগদান করতে পারবেন। তবে বুঝবেন আপনার চাকরি হবার সম্ভাবনা অনেক বেশি। আর এই ২ টি প্রশ্ন না করলে ,,,,দেখা হবে অন্য জায়গাতে অন্য কোনো সময়ে !!!

আর মূলত ছাত্রদের কথা চিন্তা করেই সুইডেন সরকারের এই ওয়েব সাইট দেখুন। ..আশাকরি অনেক কিছু পাবেন workinginsweden.se/work/

সকল বিষয়