Select Page

 সুইডেনে স্থায়ী ভাবে বসবাস বা “পি আর” পাবার হিসাব .

সুইডেনের নতুন আইন যা ২০ জুলাই ২০২১ থেকে কার্যকর করা হবে , এতে বলা হয়েছে যে , ৪৮ মাসে  প্রতি মাসে আপনি নির্দ্দিষ্ট পরিমান আয়  করতে পারলে “পি আর” পেতে পারেন। এছাড়া আপনার নিজ নাম নির্দ্দিষ্ট সাইজের বাসা থাকতে হবে।  বিস্তারিত লিখছি তবে মন দিয়ে পড়ুন। 

এখানে মূল প্রশ্ন হলো প্রতি মাসে আপনাকে কত টাকা যায় করতে হবে?

এর সহজ উত্তর হলো এই হিসাব জন ভেদে বিভিন্ন হবে।  এটি নির্ভর করবে পরিবারের সদস্য সংখ্যার উপর।  তবে মূল হিসাব এই রকম…..

থাকা খাওয়ার খরচ + বাড়িভাড়া + ট্যাক্স = মোট আয়  হতে হবে। এখন আপনি যদি একজন হন  তবে কাল্পনিক হিসাবটি এরকম হতে পারে থাকা খাওয়া খরচ 5016 sek  + বাড়িভাড়া  + ট্যাক্স =  আনুমানিক  ১৩ হাজার। অর্থাৎ প্রতি মাসে কমপক্ষে ১৩ হাজার আয়  থাকতে হবে। ************************
এবার আসুন আপনারা যদি ২ জন অর্থাৎ স্বামী + স্ত্রী হন , তবে  কাল্পনিক হিসাবটি এরকম হতে পারে থাকা খাওয়া খরচ 8287 sek + বাড়িভাড়া  + ট্যাক্স  = আনুমানিক  ১৮ হাজার। অর্থাৎ প্রতি মাসে কমপক্ষে ১৮ হাজার আয়  থাকতে হবে।************************* এবার আসুন আপনারা যদি ৩ জন অর্থাৎ স্বামী + স্ত্রী + একটি বাচ্চা থাকে , তবে  কাল্পনিক হিসাবটি এরকম হতে পারে থাকা খাওয়া খরচ 11351 sek + বাড়িভাড়া  + ট্যাক্স  =  আনুমানিক ২৩ হাজার। অর্থাৎ প্রতি মাসে কমপক্ষে ২৩ হাজার আয়  থাকতে হবে।*******************************এবার আসুন আপনারা যদি ৩ জন অর্থাৎ স্বামী + স্ত্রী + ২টি  বাচ্চা থাকে , তবে  কাল্পনিক হিসাবটি এরকম হতে পারে থাকা খাওয়া খরচ 14013 sek + বাড়িভাড়া + ট্যাক্স  = ২৬ হাজার। অর্থাৎ প্রতি মাসে কমপক্ষে ২৬ হাজার আয়  থাকতে হবে।
***************************
এবার বাড়ি ভাড়া নিয়ে কিছু কথা , আপনি যদি একা  অথবা দুইজন হন , তবে কমপক্ষে এরকম বাসা নিতে হবে যেখানে আপনাদের কমপক্ষে একটি বেডরুম এবং একটি রান্না ঘর বা রান্নার জায়গা থাকবে। 
আপনাদের যদি ১ টি বা ২ টি বাচ্চা  থাকে তবে , কমপক্ষে এরকম বাসা নিতে হবে যেখানে আপনাদের কমপক্ষে ২ টি  বেডরুম এবং একটি রান্না ঘর বা রান্নার জায়গা থাকবে। 
আপনাদের যদি ৩ টি বা ৪ টি বাচ্চা  থাকে তবে , কমপক্ষে এরকম বাসা নিতে হবে যেখানে আপনাদের কমপক্ষে ৩ টি  বেডরুম এবং একটি রান্না ঘর বা রান্নার জায়গা থাকবে। 
*************** এখন মনে করুন আপনি ওয়ার্ক পারমিট নিয়েছিলেন ১৭৫০০ বেতন দেখিয়ে।  তাহলে এটি একার জন্য যথেষ্ট হলেও ২ জনের জন্য কম।  ফলে এক্ষেত্রে আপনি শুধু পি আর পাবেন , এবং আপনার স্পাউস এর ভিসা ২ বছরে জন্য এক্সটেনশন করা হবে।  এভাবে প্রতি ২ বছর পর পর স্পাউস এর ভিসা বাড়ানো যাবে তবে উনি ততদিন পর্যন্ত “পি আর” পাবেন না , যতদিন পর্যন্ত আপনার আয়  উপযুক্ত পরিমান না বাড়ে অথবা যতদিন পর্যন্ত উনি নিজে আয় করা শুরু না করে।   

**********************************************
এখন মনে করুন আপনি ওয়ার্ক পারমিট নিয়েছেন ৩০ হাজার টাকা বেতন দেখিয়ে , তাহলে এটি আপনার এবং আপনার পরিবারের সবার জন্য যথেষ্ট।  সুতরাং চার বছর চাকরি শেষে পরিবারের সবাই “পিআর” পাবেন।
************************************** 
এখন মনে করুন আপনি ওয়ার্ক পারমিট নিয়েছিলেন  17000 বেতন দেখিয়ে। আপনার স্পাউস নিজেও চাকরি করে বেতন 13000। অর্থাৎ আপনাদের দুজনের বেতন সব মিলিয়ে ৩০ হাজার।   তাহলে এটি আপনার এবং আপনার পরিবারের সবার জন্য যথেষ্ট।  সুতরাং চার বছর চাকরি শেষে পরিবারের সবাই “পিআর” পাবেন।
*********************************
সব কিছু মোটামুটি ঠিক থাকলেও কিছু ব্যাপারে সন্দেহ বা ঝামেলা আছে।  সেক্ষেত্রে আপনাকে এবং আপনার পরিবারকে “পি আর”  দেয়া হবে না , বরং ভিসা এক্সটেনশন দেয়া হবে ২ বছরের জন্য।  এই সময়ের মধ্যে সব শর্ত পূরণ করতে পারলে ২ বছর শেষে “পি আর” পেতে পারেন।  আর  পরেও শর্ত পূরণ করতে না পারলে আবার ভিসা এক্সটেনশন দেয়া হবে ২ বছরের জন্য।  এভাবে চলতেই থাকবে। 

**********************************

https://www.migrationsverket.se/Privatpersoner/Arbeta-i-Sverige/Nyhetsarkiv/2021-06-23-Forandrade-krav-for-permanent-uppehallstillstand-for-arbetstagare-och-egna-foretagare-med-familj.html
https://www.migrationsverket.se/Privatpersoner/Skydd-och-asyl-i-Sverige/Efter-beslut/Om-du-far-stanna/Familjeaterforening.html
https://www.migrationsverket.se/Privatpersoner/Bli-svensk-medborgare/Medborgarskap-for-vuxna/Skotsamhet.html

সকল বিষয়