Select Page

সুইডেনের নতুন আইন ২০ জুলাই ২০২১

Jul 23, 2021 | সাম্প্রতিক, সুইডেনের পি আর

সুইডেনের নতুন আইন ২০ জুলাই ২০২১ 

এই আইনটি মূলত যাদের পরিবার আছে , তাদের জন্য।  

01. আপনার নির্দ্দিষ্ট পরিমান আয় থাকতে হবে। 

এখানে মূল প্রশ্ন হলো প্রতি মাসে আপনাকে কত টাকা যায় করতে হবে?
এর সহজ উত্তর হলো এই হিসাব জন ভেদে বিভিন্ন হবে।  এটি নির্ভর করবে পরিবারের সদস্য সংখ্যার উপর।  তবে মূল হিসাব এই রকম…..


জীবন ধারন খরচ  + বাড়িভাড়া + ট্যাক্স = মোট বেতন হতে হবে। 

 প্রতি মাসে জীবন ধারন খরচ  এর হিসাব এইরকম। 

একজন হলে (বয়স ১৮+)   5 016 kronor

স্বামী স্ত্রী দুইজন হলে  8 287 kronor

প্রতিটি  ছোট বাচ্চার খরচ (বয়স ৬ এর কম ) 2 662 kronor

প্রতিটি বড় বাচ্চার খরচ  (বয়স ৭ এর বেশি ) 3 064 kronor

এবার আসুন আপনারা যদি ৩ জন অর্থাৎ স্বামী + স্ত্রী + একটি বাচ্চা থাকে , তবে 

কাল্পনিক হিসাবটি এরকম হতে পারে 

জীবন ধারন খরচ (8287+2662) = 10959 sek + বাড়িভাড়া  + ট্যাক্স  = নূন্যতম আপনার  বেতন ,,  আনুমানিক ২৩ হাজার। 

অর্থাৎ প্রতি মাসে কমপক্ষে ২৩ হাজার আয়  থাকতে হবে। 

এখন ছোট শহরে থাকলে বাড়িভাড়া কম হয় , তাই সেক্ষেত্রে কিছু কম বেতন হলেও হবে তবে বড় শহরে হলে সেই শহরের বিশ্বাসযোগ্য বাড়িভাড়ার হিসাব দিতে হবে।  এবং সেই পরিমান আয় থাকতে হবে। 


02. সুইডেনে আপনার নিজ ঠিকানা থাকতে হবে।  

আপনার নিজ নামে  বাসা থাকতে পারে , অথবা  আপনার নিজ নামে  বাসা ভাড়া করে থাকতে পারেন অথবা  আপনি নিজ নামে অন্যের ভাড়া বাসা আবার ভাড়া নিয়ে থাকতে পারেন।  তবে সবক্ষেত্রেই আপনার কাগজপত্র থাকতে হবে।  কাগজ পত্রে যেসব জিনিস লেখা থাকতে হবে , তাহলো বাসা ভাড়ার পরিমান , বাসায় কয়টি রুম আছে সেটি , বাসার সাইজ, ইত্যাদি।  নিজের কেনা ভিলা বাসা হলে , ব্যাংক ঋণের পরিমান , সুদের হার এবং প্রতিমাসে কত টাকা শোধ করেন সেটির কাগজ।  নিজের কেনা এপার্টমেন্ট হলে মাসিক খরচ ,এবং বিদ্যুৎ ,ঘর গরম এবং পানির খরচের পরিমান লিখতে হবে।  অর্থাৎ বাসার যাবতীয় খরচের একটি বিবরন লিখতে হবে।  


আপনি যদি একা  অথবা দুইজন হন , তবে কমপক্ষে এরকম বাসা নিতে হবে যেখানে আপনাদের কমপক্ষে একটি বেডরুম এবং একটি রান্না ঘর বা রান্নার জায়গা থাকবে। 


আপনাদের যদি ১ টি বা ২ টি বাচ্চা  থাকে তবে , কমপক্ষে এরকম বাসা নিতে হবে যেখানে আপনাদের কমপক্ষে ২ টি  বেডরুম এবং একটি রান্না ঘর বা রান্নার জায়গা থাকবে। 


আপনাদের যদি ৩ টি বা ৪ টি বাচ্চা  থাকে তবে , কমপক্ষে এরকম বাসা নিতে হবে যেখানে আপনাদের কমপক্ষে ৩ টি  বেডরুম এবং একটি রান্না ঘর বা রান্নার জায়গা থাকবে। 

03. আপনার ক্রিমিনাল রিপোর্ট থাকা যাবে না। 


 সুইডেনে স্থায়ী ভাবে বসবাস বা “পি আর” পাবার নতুন আইন অনুযায়ী , পরিবার সহ আবেদনের ক্ষেত্রে কেউ যদি সকল শর্ত পুরন করতে ব্যর্থ  হন , তবে উনার বা পরিবারের কারো  ভিসা বাতিল করা হবে না।  বরং ২ বছরের এক্সটেনশন দেয়া হবে।  এরপরেও শর্ত পুরন করতে ব্যর্থ  হলে আরো ২ বছর এভাবে ৭ বছর এক্সটেনশন দেয়া হবে , এরপর সুইডেনে স্থায়ী ভাবে বসবাস বা “পি আর” পেতে পারেন। 


*** এখানে উল্লেখ্য যে , যারা ছাত্র ভিসায় আছেন বা তাদের পরিবারের ক্ষেত্রে আইনের কোন পরিবর্তন করা হয় নাই।  

বিস্তারিত

https://www.migrationsverket.se/Om-Migrationsverket/Pressrum/Nyhetsarkiv/Nyhetsarkiv-2021/2021-07-20-Nu-borjar-Migrationsverket-tillampa-nya-regler-i-utlanningslagen.html

সকল বিষয়