Select Page

সুইডেনের নতুন আইন ২০ জুলাই ২০২১ (আপডেট আগস্ট ২০২১)

Aug 7, 2021 | অভিবাসন এবং ভিসা

সুইডেনে ২০ জুলাই ২০২১ তারিখে আইনের অনেক পরিবর্তন করা হয়েছে।  এটি নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি আছে।  তাই সঠিক তথ্যের জন্য এই লেখা। 
মূল আইনের পরিবর্তন করা হয়েছে শুধু “পি আর” বা সুইডেনে স্থায়ী ভাবে বসবাসের অনুমতি নিয়ে।  তবে এটির জন্য আগে থেকেই প্রস্তুত হতে হবে।  নতুবা “পি আর” বা সুইডেনে স্থায়ী ভাবে বসবাসের অনুমতি দিবে না। এই আইনের সবচেয়ে সুবিধার দিক হলো ,,,কেউ যদি  “পি আর” বা সুইডেনে স্থায়ী ভাবে বসবাসের শর্ত পুরন করতে না পারে , তবে উনাকে সুইডেন থেকে বের করে দেয়া হবে না।  বরং ভিসা ২+২+২+১ এভাবে মোট ৭ বছর পর্যন্ত বাড়ানো হবে।  এই ৭ বছরের মধ্যে যখনই শর্তপুরন করতে পারবেন তখন “পি আর” বা সুইডেনে স্থায়ী ভাবে বসবাসের অনুমতি পাবেন। 

  “পি আর” বা সুইডেনে স্থায়ী ভাবে বসবাসের শর্ত সমূহ :


১. নির্দ্দিষ্ট সময় সুইডেনে বৈধভাবে বসবাস করতে হবে। 

ব্যবসা ভিসা হলে ২ বছর,  

পরিবারের সদস্য এর জন্য ৩ বছর*, 

ওয়ার্ক পারমিটে থাকলে ৪ বছর এবং 

ইউরোপের অন্য দেশ থেকে এলে ৫ বছর সুইডেনে বসবাস করতে হবে।  

২. আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নির্দ্দিষ্ট পরিমান আয় থাকতে হবে। ১ নং পয়েন্ট এর পুরোটা সময় ধরে এই আয় থাকতে হবে।  
আয়ের হিসাব জীবন ধারন খরচ  + বাড়িভাড়া + ট্যাক্স = মোট বেতন হতে হবে। 


প্রতি মাসে  জীবন যাপন খরচ   ১ জনের জন্য   ৫০১৬ ক্রোনোর

 স্বামী স্ত্রী ২জনের জন্য ৮২৮৭ ক্রোনোর 

ছোট বাচ্চার জন্য ২৬৬২ ক্রোনোর  (৬ বছরের কম)

বড় বাচ্চার জন্য ৩০৬৪ ক্রোনোর  (৭ বছরের বেশি কিন্তু ১৮ বছরের কম)

১৮ বছরের বেশি বয়সী বাচ্চা হলে তার নিজের আয় থাকতে হবে। 

প্রথমত মূল আবেদনকারীর যথেষ্ট আয় বিবেচনা করে শুধু মূল আবেদনকারীকে “পি আর” বা বা সুইডেনে স্থায়ী ভাবে বসবাসের অনুমতি দেয়া হবে। এরপর পরিবারের অন্য সবার আবেদন বিবেচনা করা হবে। মূল মূল আবেদনকারীর যথেষ্ট আয় থাকলে সাথে পরিবারের অন্য সবাই বা বাচ্চারা “পি আর” বা বা সুইডেনে স্থায়ী ভাবে বসবাসের অনুমতি পাবেন সেটাও না হলে ভিসা বাড়ানো হবে তবে “পি আর” বা বা সুইডেনে স্থায়ী ভাবে বসবাসের অনুমতি দেয়া হবে না। আলাদা করে স্পাউস বা প্রত্যেকের নিজেদের আয় থাকলে উনারা “পি আর” বা সুইডেনে স্থায়ী ভাবে বসবাসের অনুমতি পাবেন।

—————————————————————————————–

নিচের এই আয় গুলি আপনার আয় হিসেবে হিসাব হবে না। 

ফলে এরকম টাকা নিলে আপনি আপনি সহজে   “পি আর” বা সুইডেনে স্থায়ী ভাবে বসবাসের   অনুমতি পাবেন না। 

তাই যতদিন  “পি আর” না পাচ্ছেন ততদিন  এগুলি থেকে টাকা না নেয়াই ভালো। 


i) মূল আবেদন কারী বাদে  পরিবারের অন্য  কোন সদস্যের যে কোন আয় মূল আয় হিসেবে দেখানো যাবে না। *

ii) ব্যাংকে টাকা রেখে বা “এফ ডি আর ” করে সুদ বা লাভ পেলে সেটি হিসাব হবে না।

 iii) যেকোন ধরনের আ-কাসা  বা arbetslöshetsförsäkring (A-kassa) থেকে টাকা নিলে।

 iv) সরকারি যে কোন সাহার্য্য বা বেকার ভাতা বা বাড়ি ভাড়ার জন্য সাহার্য্য নিলে। 

v) যে কোন কালো কাজ বা কাগজ পত্র ছাড়া কাজ করে যে কোন টাকা নিলে সেটি দেখলে। 

———————————————————————————————————————————–

যে সকল জায়গা থেকে আপনি টাকা নিতে পারেন, এগুলি কোন ক্ষতি করবে না , তবে “পি আর” এর জন্য এই টাকা হিসাবে আসবে না। 

তাই এই টাকা নিলে বিপদ হবে না। 


i) কোন কোর্স বা চাকরি বা ইন্টার্নি করে টাকা পেলে (Försäkringskassan eller Arbetsförmedlingen )  অথবা স্কলারশিপ হিসেবে টাকা পেলে*। 

ii) বাচ্চার জন্য প্রতি মাসে ১২৫০ ক্রোনোর সরকারি টাকা নিলে। 

iii) পরিবারের যে কেউ যে কোন বৈধ চাকরি করলে আয় করলে বা বৈধ ব্যবসা করলে*

 iv) দেশ থেকে ইচ্ছামত টাকা এনে খরচ করতে পারেন। 

v) কোন কিছু কেনাকাটা বা বিক্রি করে টাকা পেলে তবে ব্যবসা হলে অবশ্যই রেজিস্ট্রেশন লাগবে।

vi) আইন অনুযায়ী প্যারেন্টাল লিভ বা বাচ্চার জন্য ছুটি নিলে অথবা বাচ্চা অসুস্থ্য হলে ছুটি নিলে  যে টাকা পাওয়া যায় , তা নিতে পারেন।  তবে লম্বা প্যারেন্টাল লিভ না নেয়াই ভালো ,,,বাস্তবে নানা ঝামেলা করে।  

  

৩. সুইডেনে আপনার নিজ ঠিকানা থাকতে হবে।  আপনার নিজ নামে  বাসা থাকতে পারে , অথবা  আপনার নিজ নামে  বাসা ভাড়া করে থাকতে পারেন অথবা  আপনি নিজ নামে অন্যের ভাড়া বাসা আবার ভাড়া নিয়ে থাকতে পারেন।  তবে সবক্ষেত্রেই আপনার কাগজপত্র থাকতে হবে।  কাগজ পত্রে যেসব জিনিস লেখা থাকতে হবে , তাহলো বাসা ভাড়ার পরিমান , বাসায় কয়টি রুম আছে সেটি , বাসার সাইজ, ইত্যাদি।  নিজের কেনা ভিলা বাসা হলে , ব্যাংক ঋণের পরিমান , সুদের হার এবং প্রতিমাসে কত টাকা শোধ করেন সেটির কাগজ।  নিজের কেনা এপার্টমেন্ট হলে মাসিক খরচ ,এবং বিদ্যুৎ ,ঘর গরম এবং পানির খরচের পরিমান লিখতে হবে।  অর্থাৎ বাসার যাবতীয় খরচের একটি বিবরন লিখতে হবে।  

আপনি যদি একা  অথবা দুইজন হন , তবে কমপক্ষে এরকম বাসা নিতে হবে যেখানে আপনাদের কমপক্ষে একটি বেডরুম এবং একটি রান্না ঘর বা রান্নার জায়গা থাকবে। 

আপনাদের যদি ১ টি বা ২ টি বাচ্চা  থাকে তবে , কমপক্ষে এরকম বাসা নিতে হবে যেখানে আপনাদের কমপক্ষে ২ টি  বেডরুম এবং একটি রান্না ঘর বা রান্নার জায়গা থাকবে। 

আপনাদের যদি ৩ টি বা ৪ টি বাচ্চা  থাকে তবে , কমপক্ষে এরকম বাসা নিতে হবে যেখানে আপনাদের কমপক্ষে ৩ টি  বেডরুম এবং একটি রান্না ঘর বা রান্নার জায়গা থাকবে। 


ছোট শহরে থাকলে বাড়িভাড়া কম হয় , তাই সেক্ষেত্রে কিছু কম বেতন হলেও হবে তবে বড় শহরে হলে সেই শহরের বিশ্বাসযোগ্য বাড়িভাড়ার হিসাব কাগজে কলমে  দিতে হবে।  এবং সেই পরিমান আয় থাকতে হবে। 

৪. আপনার ক্রিমিনাল রিপোর্ট থাকা যাবে না। ফাইন খাওয়া হলে হবে না , তবে পার্কিং ফাইন হলে সমস্যা হবে না।  তবে অন্যান্য ফাইন যেমন লাইসেন্স বিহীন বা মদ খেয়ে গাড়ি চালিয়ে ফাইন খেলে ,,,আপনি সহজে   “পি আর” বা সুইডেনে স্থায়ী ভাবে বসবাসের   অনুমতি পাবেন না।  ঋণের টাকা ফেরত না দিলে অথবা কোন কারনে জেল হলে সেক্ষেত্রে বড় বিপদ হবে।  যেমন ১ মাসের জেল হলে আপনার আবেদন কাগজে কলমে  কমপক্ষে ৪ বছর পিছিয়ে দেয়া হবে, আর বাস্তবে ১০ বছর।  এরকম হলে সুইডেনে না থাকাই ভালো। 

এই আইন মূলত যাদের জন্য করা হয়েছে , তারা হলেন 
যারা সুইডেনে এসেছেন ইউরোপের অন্যান্য দেশ থেকে এবং তাদের পরিবারবর্গ।

 যারা সুইডেনে ওয়ার্ক পারমিটে আছেন তারা এবং তাদের পরিবারবর্গ। 

যারা সুইডেনে ব্যবসা ভিসায় আছেন তারা এবং তাদের পরিবারবর্গ। 

যারা সুইডেনে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন  তারা এবং তাদের পরিবারবর্গ। 

যারা সুইডেনে “পি এইচ ডি  ছাত্র”   ভিসায় আছেন তারা এবং তাদের পরিবারবর্গ। 


মনে রাখবেন ছাত্র ভিসার জন্য এই আইন না , এবং ছাত্র ভিসার আইন পরিবর্তন করা হয় নাই। 

https://www.migrationsverket.se/Om-Migrationsverket/Aktuella-fragor/Forandrad-utlanningslag-2021.html

সুইডেনের আইন খুব দ্রুত পরিবর্তন হয় , তাই এই লেখা কোন তথ্যের বা  কিছুর গ্যারান্টি বহন করে না।  

সকল বিষয়