Select Page

সরকারি কালোতালিকা

May 7, 2021 | জীবন যাপন, বাটপারি, সরকারি অফিস

সুইডেনের ভয়ংকর এক শব্দ  Betalningsanmärkning

সম্পূর্ণ আইন বা প্রক্রিয়া বেশ জটিল।  তাই যতটা পারি সহজ করে লিখছি।

1. মনে করুন আপনি একটি বাসা ভাড়া নিয়েছেন।  কিন্তু কোন মাসে ভাড়া দিতে ভুলে গেছেন।  ফলে বাড়ি ভাড়া কোম্পানি,, বাড়ি ভাড়ার  বিল “faktura ” পাঠালেও নির্দিষ্ট সময়ে  টাকা পায় নাই।

2. এরপরে বাড়িভাড়া কোম্পানি আগের বিলটি আবার পাঠালো ,,,তবে সাথে আরো ৫০ থেকে ৩০০ ক্রোনোর অতিরিক্ত টাকা দাবি করলো। এই অতিরিক্ত টাকাটি হলো একই বিল দুইবার পাঠানোর জন্য বা মনে করে দেবার জন্য ফি।  একে বলে påminnelseavgift .

3. ভাই আপনি তো কঠিন মানুষ ,,,এই চিঠি পাবার পরেও টাকা দিলেন না।  ফলে এবার বাড়িভাড়া কোম্পানি অন্য একটি প্রতিষ্ঠানের সাহার্য্য নিলো ,,আপনার কাছ থেকে টাকা আদায় করার জন্য।  এই প্রতিষ্ঠানকে বলে  Debt Collection Agency বা সুইডিশ Inkasso .  এরা কিন্তু মূল বাড়িভাড়ার সাথে তাদের সার্ভিস চার্জ এবং একটি স্পেশাল সুদ বসিয়ে টাকার অংক অনেক বাড়িয়ে দিলো।  এই সুদের হারের সুইডিশ নাম dröjsmålsränta 

4. আপনি তো অদ্ভুত মানুষ ,,এতো কিছুর পরেও টাকা দিলেন না।  যাইহোক ওই কোম্পানি আপনার বাড়িভাড়ার ফাইলটি  দুই জায়গাতে পাঠিয়ে দিবে ,,,একটি হলো kreditupplysningsföretag আরেকটি হলো সরকারি প্ৰতিষ্ঠানে  kronofogden . 

5. এইবার পরেছেন আপনি সত্যিকার ফাঁন্দে। সরকারি প্ৰতিষ্ঠান  kronofogden    আপনার ব্যাংক একাউন্ট / ব্যবসা /বাড়ি / গাড়ি ,,যেখানে যা আছে সব বিক্রি করে হলেও টাকা নিয়ে যাবে।  এবং ট্যাক্স অফিসে সব জানিয়ে দিবে।  

6. আর একই সাথে kreditupplysningsföretag  প্রতিষ্ঠানটি আপনার পার্সন নম্বরের পাশে ছোট্ট করে লিখে দিবে “Betalningsanmärkning”

আপনার পার্সন নম্বরের পাশে ছোট্ট করে “Betalningsanmärkning”  লিখা থাকলে যা যা সমস্যা হবে
 সামনের কমপক্ষে ৩ বছর সুইডেন সরকার আপনাকে আর মানুষ হিসেবে গণ্য করবে না ! মানে হলো ,,,আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন না,  পোস্ট পেইড   মোবাইল কিনতে পারবেন না।  কোন ঋণ পাবেন না।  বাড়ি গাড়ি কিস্তিতে কিনতে পারবেন না।  এর বাহিরে বেশ কিছু প্রতিষ্ঠানে চাকরি করতেও পারবেন না। জীবন দুর্বিষহ হয়ে যাবে।
অলিখিত আইন অনুযায়ী আপনার ভিসা জটিলতা চূড়ান্ত হবে।  সুইডিশ নাগরিকত্ব না থাকলে সুইডেন সরকার ভিতরে ভিতরে চাইবে আপনাকে সুইডেন থেকে বের করে দেবার।
সরকারি প্রতিষ্ঠান থেকে এরূপ লিখে দিলে সেটাকে বলে A-mål এটি সাধারনত ৫ বছর পর্যন্ত চালু থাকে।  আর বেসরকারি প্রতিষ্ঠান থেকে এরূপ লিখে দিলে সেটাকে বলে E-mål এটি সাধারনত ৩ বছর পর্যন্ত চালু থাকে।
৩ অথবা ৫  বছর পরে আপনি কাগজে কলমে মুক্ত হলেও বাস্তবে মুক্ত হবেন না।  সামনের ১০ বছরে নানা জায়গাতে হয়রানির শিকার হতে পারেন ।
সবচেয়ে ভয়ের কথা ,,,আপনার পার্সন নম্বরের পাশে ছোট্ট করে “Betalningsanmärkning”  লিখা থাকলে ..এটি মুছে ফেলার কোন আইন নেই।  ফলে সারাজীবন এটির কস্ট বহন করতে হবে।

এছাড়াও আরো নানাভাবে নানা প্রক্রিয়াতে  আপনার পার্সন নম্বরের পাশে ছোট্ট করে “Betalningsanmärkning”  লিখা হতে পারে।
যেমন আপনি যদি কোন ব্যাক্তিগত  ব্যবসা প্রতিষ্ঠান খুলেন , এরপর সেই ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায় , তবে আপনার পার্সন নম্বরের পাশে  “Betalningsanmärkning”  লিখা থাকবে।  সুইডেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেউলিয়া হয়ে যাওয়াকে হবে “konkurs”
যদি কোন কোম্পানি জয়েন্ট স্টক বা সুইডিশ aktiebolag AB রেজিস্ট্রেশন করে , এরপর প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়।  তবে সরাসরি আপনার পার্সন নম্বরের পাশে  “Betalningsanmärkning”  লিখা নাও থাকতে পারে।  তবে সেক্ষেত্রেও আপনি পরবর্তীতে বিপদে পরতে পারেন।  অর্থাৎ আপনি ঝুঁকিমুক্ত না।

অনেক খারাপ কথা বলেছি ,,,এবার ভালো কিছু বুদ্ধি।
যে কোন বিল পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে আপনি সেটি ভুল ঘোষনা দিয়ে আইনি প্রক্রিয়া শুরু করতে পারেন।  সেক্ষেত্রে আপনাকে বিলের টাকা না দিলেও ,,,সমস্যা হবার কথা না (ব্যতিক্রম বাদে).
যে কোন বিল পাওয়ার ২৪ ঘন্টার পার হয়ে যাবার পরে  আপনি সেটি ভুল ঘোষনা দিয়ে আইনি প্রক্রিয়া শুরু করতে পারেন। সেক্ষেত্রে  বিলের টাকা পরিশোধ করে দিবেন।  পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে টাকা তো ফেরত পাবেন সাথে আরো ক্ষতিপূরণ পেতে পারেন।

খুব বড় বা অনেক টাকার বিল পেলে সেটি আপনি কিস্তিতে শোধ করার অনুরোধ করতে পারেন।  অনেক কোম্পানী সেটি মেনে নেয়।  অথবা আপনি বিভিন্ন ঋন দেয় এমন ব্যাংক বা প্রতিষ্ঠানের সাহার্য্য নিতে পারেন।  বর্তমানে সুইডেনে ঋন পাওয়া অনেক সহজ।  তবে আপনার স্থায়ী চাকরি না থাকলে ,,সেক্ষেত্রে সুদের হার বেশি হয়।

কিভাবে জানবো আমার  এইরকম “Betalningsanmärkning”  লিখা আছে কিনা ?
খুব সহজ , একে বলে kreditupplysning আপনি নিজের টা দেখতে পারবেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাহার্য্য নিয়ে। কিছু প্রতিষ্ঠান ফ্রি এবং কিছুতে টাকা লাগে।  এদের লিস্ট  কমেন্টে।  এছাড়া কোন প্রতিষ্ঠান আপনার ফাইল দেখলে আপনার বাসাতে চিঠি অথবা ইমেইল করে ,,,কোন প্রতিষ্ঠান আপনার ফাইল দেখেছে এবং সেখানে কি লেখা আছে সেটাও দিয়ে দিবে।  ভুলেও অনুমতি ছাড়া অন্যের কাগজ দেখবেন না ,,,কঠিন আইনি ঝামেলাতে পরবেন।

সুইডেনে অনেকেই বলে বড় বড় অপরাধ করে জেল খাটলেও যতটা না সমস্যা ,,,তার থেকে অনেক অনেক  বেশি বাস্তব সমস্যা হয় “Betalningsanmärkning”  লিখা থাকলে।
সুতরাং সবাই সাবধানে থাকবেন , কোন মতেই এই ভুল কাজ করবেন না।

শুভকামনা

সকল বিষয়