Select Page

ব্যবসা করে সুইডেনে স্থায়ী হওয়া

May 8, 2021 | চাকরি এবং ওয়ার্ক পারমিট, জীবন যাপন, পড়ালেখা, ভিসা ব্যবস্থা

নিজেই রাজা হবার কাহিনী (Residence permits for the self-employed)ছাত্র ভিসা তে সুইডেন এসেছেন , মাশাল্লাহ আপনার অনেক টাকা আছে।তাহলে লাইনে দাঁড়ান ,,, ব্যবসা এবং স্থায়ী ভাবে সুইডেনে থাকার উপায় আপনার জন্য।
শর্তাবলী :

১. অবশ্যই মাস্টার্স লেভেল এর ৩০ ক্রেডিট সম্পন্ন করতে হবে।

২. ব্যবসার অভিজ্ঞতা থাকতে হবে , বাংলাদেশের ট্রেড লাইসেন্স থাকলে ভালো অথবা ব্যবসা প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা থাকলেও হবে অথবা আপনার পড়ালেখা সুইডেনের ব্যবসা ভিত্তিক হলেও হবে।

৩. ভাষা “গিয়ান” থাকতে হবে , সুইডিশ SFI করা থাকলে ভালো। আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান তবে ইংলিশ এ দক্ষতা থাকতে হবে।

৪. ব্যবসা সুইডেন ভিত্তিক হতে হবে। সুইডেনে তৈরী কোনো কিছু সুইডেনের বাহিরে বিক্রি করলেও হবে। এছাড়া সুইডেনের ভিতর যে কোনো ব্যবসা হলেই হবে।

৫. আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কম করেও ৫০% মালিক হবেন। ১০০% মালিক হলেও সমস্যা নেই।

৬. ব্যবসা প্রতিষ্ঠানের দামের (বাজেটের) বাহিরেও আপনার একাউন্টে কম করেও ২ লক্ষ সুইডিশ ক্রোনোর থাকতে হবে। (সামনের দুই বছরের থাকা খাবার জন্য). বিবাহিত হলে ৩ লক্ষ আর ১ টি বাচ্চা থাকলে ,,সবমিলিয়ে কমপক্ষে ৩-৫ লক্ষ সুইডিশ ক্রোনা (প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশী টাকা ) ব্যাংকে দেখাতে হবে।

৭. সকল টাকার উপযুক্ত ইনকাম সোর্স দেখতে হবে।

৮. সামনের ২ বছরে ব্যবসার আনুমানিক বাজেট দেখতে হবে। আপনি একা মালিক এবং কোনো কর্মচারী না থাকলে সকল খরচ ও ট্যাক্স বাদে ন্যূনতম মাসিক লাভ ১৩০০০ ক্রোনোর থাকতে হবে।প্রতিষ্ঠান আরো বড় হলে আরো বেশি নিশ্চিত আয় দেখতে হবে।

৯.সুইডিশ ট্রেড লাইসেন্স নিতে হবে। টাকা দিলেই দিয়ে দেয় ,,,, কোনো সমস্যা নেই https://www.verksamt.se/পুরাতন কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি কিনেন ,,,তবে সেটার দলিল দেখাতে হবে।

১০. আমার হিসেবে মোটামুটি ৫-৭ লক্ষ সুইডিশ ক্রোনোর + ভালো ব্যাবসার পরিকল্পনা থাকলে এপলাই করতে পারেন।

১১. আপনি কোনো অন্য প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না।

১২. আপনি আপনার কাস্টমার (বাজার) সম্পর্কে জানেন ,,,এরকম প্রমান দিতে হতে পারে।

১৩. আপনি ইচ্ছা করলেই আপনার প্রতিষ্ঠানে কাউকে নিয়োগ দিতে পারবেন না। কাউকে নিয়োগ দিতে চাইলে ,,,সেটি অনেক আইন কানুনের মধ্যে দিয়ে যেতে হবে। তাই আদম ব্যবসার ইচ্ছা থাকলে ,,,এখনই বাদ দেন।……………….

২ বছর পর পেতে পারেন পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট। শর্ত
১. আগের হিসাব অনুযায়ী মাসিক আয় ও ট্যাক্স দেয়ার কাগজ দেখতে হবে। আপনি একা হলে ব্যবসা হতে মাসে কমপক্ষে ১৩ হাজার ক্রোনোর নেট লাভ থাকতে হবে। আর ফ্যামিলি হলে লাভের পরিমান আরো বেশি থাকতে হবে।
২. যাবতীয় হিসাব নিকাশের (প্রতিষ্ঠান+ব্যাঙ্ক + ট্যাক্স) কাগজ দিতে হবে।
৩. আপনার বাসা ভাড়া কাগজ দিতে হবে।সত্যিকার ভালো ব্যবসা করলে কোনো সমস্যা নেই , তবে ফাঁকি দিতে চাইলে নিজেই ফাঁকিতে পরবেন।আইন অনেক পরিবর্তন হয় , সুতরাং তথ্য বিভ্রাট থাকলে আমি দায়ী না। নিজ দায়িত্বে সঠিক তথ্য জেনে নিবেন।আমি আমার মতো করে যেটুকু তথ্য পেয়েছি তাই জানালাম।বিস্তারিত :
https://www.migrationsverket.se/English/Private-individuals/Working-in-Sweden/Self-employment.html

ইউটিউব থেকে শুরু করে আজকাল বাটপারদের সংখ্যা অনেক বেড়েছে। তাই আগেপিছে ট্রান্স / গ্লোবাল / এডুকেশন / ভিসা ইত্যাদি নামধারী বাটপারদের কাছ থেকে দূরে থাকুন।

সকল বিষয়