Select Page

ডে কেয়ার ব্যবস্থা

May 6, 2021 | ডে কেয়ার ব্যবস্থা, পড়ালেখা

নার্সারি স্কুল নাকি ডে কেয়ার (বয়স যখন ০ থেকে ৬ বছর)সুইডেনে সত্যিকার অর্থে “ডে কেয়ার” ব্যবস্থা চালু নেই। বরং একটু ভিন্ন ভাবে অন্যরকম ব্যবস্থা চালু। একারনেই ইউরোপের অন্যান্য অনেক দেশের সাথে সুইডেনের অনেক পার্থক্য রয়েছে।বাস্তবে ৩ ধরে ব্যবস্থা চালু আছে।সরকারি নার্সারি স্কুল (förskola), বেসরাকরি নার্সারি স্কুল (Fristående förskola) এবং ক্লাব স্কুল (Öppen förskola)এবার আসুন এই গুলির সাথে পরিচিত হয়।সরকারি নার্সারি স্কুল (förskola) : এটি সরকারিভাবে পরিচালিত হয়। মূল নিয়ন্ত্রন করে কমুন বা পৌরসভা। সাধারনত ১ থেকে ৬ বছর বয়সী বাচ্চারা এই স্কুলে যায়। এটি খোলা থাকে সকল কর্ম দিবস মানে সোমবার থেকে শুক্রবার সকাল সাড়ে ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত। আপনার বাচ্চাকে এখানে ভর্তি করাতে হলে কমুন বা পৌরসভা তে আবেদন করতে হবে। বাচ্চার অবশ্যই সুইডিশ পার্সন নম্বর থাকতে হবে। তবে কিছু ক্ষেত্রে বিশেষ বিবেচনায় কিছু পৌরসভা পার্সন নম্বর ছাড়াও বাচ্চা ভর্তি নিতে পারে। আবেদন করার সর্বোচ্চ ৩ মাসের মধ্যেই আপনার বাচ্চা ভর্তি হতে পারবে।যদি স্বামী স্ত্রী দুজনেই চাকরি/পড়ালেখা করেন তবে সপ্তাহে ৪০ ঘন্টা অর্থাৎ গড়ে দৈনিক ৮ ঘন্টা বাচ্চাকে এখানে রাখতে পারবেন। কোন সময়ে বাচ্চা রাখতে পারবেন সেটি আপনাদের চাকরির সময়ের উপর নির্ভর করবে।যদি স্বামী স্ত্রী এর মধ্যে একজন অথবা দুজনেই বেকার থাকেন, তবে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টা অর্থাৎ গড়ে দৈনিক ৪ ঘন্টা বাচ্চাকে এখানে রাখতে পারবেন।যদি স্বামী স্ত্রী দুজনেই ছুটির দিন অথবা রাতে চাকরি করেন, তবে আপনাদের জন্য বিশেষ একটি সরকারি নার্সারি স্কুল আছে , যেটি সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা খোলা থাকে , সেখানে বাচ্চা রাখতে পারবেন। এক্ষেত্রে যে সব ছুটির দিন অথবা রাতে চাকরি করবেন। শুধু সেই সময়টুকু বাচ্চাকে রাখতে পারবেন।খরচ: শহর ভেদে খরচের তারতম্য হয়। অনেক ছোট শহরে স্বামী স্ত্রী মিলে মাসে ২০ হাজার সুইডিশ ক্রোনোর এর কম আয় করলে ,,,বাচ্চার জন্য কোন টাকা দিতে হয় না। আর স্বামী স্ত্রী মিলে মাসে ২০ হাজার সুইডিশ ক্রোনোর এর বেশি আয় করলে ,,,একটি বাচ্চার জন্য আপনার আয়ের ৩% টাকা দিতে হবে ,দুইটি বাচ্চার জন্য আপনার আয়ের ২% টাকা দিতে হবে ,তিনটি বাচ্চার জন্য আপনার আয়ের ১% টাকা দিতে হবেসরকার থেকে এভাবে খরচের হিসাব বা বিল করা হয়। এখানে উল্লেখ্য যে আপনি যদি কম আয় দেখান ,,,পরে সরকারি ট্যাক্স অফিস থেকে জানা যায় যে , আপনি বেশি আয় করেছেন। তবে যে টাকা ফাঁকি দিয়েছিলেন , সেটি এবং সাথে জরিমানা দিতে হতে পারে।এই খরচের বাহিরে আপনাকে বাচ্চার ডায়াপার কিনে জমা দিতে হবে। স্কুল সেই ডায়াপার ব্যবহার করবে আপনার বাচ্চার জন্য।আমার জানামতে খরচ শুধু এটুকুই।এইসব স্কুলে টয়লেট করা থেকে শুরু করে পোশাক পরা সব কিছু বাচ্চাদের শিখানো হয়। পাশাপাশি মজার মজার নানা আয়োজন করে পড়ালেখা কার্যক্রম চলে। বাচ্চারা সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার ইত্যাদি স্কুল থেকেই পায়। এরজন্য কোন টাকা দিতে হয় না। বাচ্চারা ছোট হলেও ডিজিটাল টেকনোলজি শিখানো হয়। এইসব স্কুলে পরীক্ষা হয় না অথবা পড়ালেখার জন্য কোন মানসিক চাপ দেয়া হয় না। খেলায় খেলায় শিক্ষা ,,,এটাই এদের মূল মন্ত্র !বেসরাকরি নার্সারি স্কুল (Fristående förskola) : এটি বেসরকারি ভাবে কোনো কোম্পানি বা সংগঠন পরিচালনা করে। নিয়ম কানুন পড়ালেখা সব কিছু সরকারি নার্সারি স্কুল এর মতোই। এখানে খরচ সব একদম সরকারি নার্সারি স্কুল এর মতোই। আলাদা করে কোন বেশি টাকা লাগে না। বেসরাকরি নার্সারি স্কুল স্থানীয় পৌরসভা থেকে সরাসরি সরকারি অনুদান হিসেবে টাকা পেয়ে থাকে। যদিও এটি বেসরকারি তবে এটির মূল নিয়ন্ত্রন করে সরকারি পৌরসভা। তাদের দেয়া সকল নিয়ম এদের মেনে চলতে হয়। বেসরাকরি নার্সারি স্কুল এ বাচ্চা ভর্তি এরা নিজেরাই করে। তবে যে কোন বাচ্চা ভর্তি করলে সেটার সব খবর আবার পৌরসভা তে জানিয়ে দিতে হয়। বেসরাকরি নার্সারি স্কুল খুলতে চাইলে সরকারি লাইসেন্স নিতে হবে। এটি অনেক জটিল প্রক্রিয়া। সরকারি অথবা বেসরকারি এইসব নার্সারি স্কুলে শিক্ষকতা করতে চাইলে আলাদা করে শিক্ষক লাইসেন্স নিতে হয়। নতুবা খন্ডকালীন চাকরি করতে পারলেও চাকরি স্থায়ী হবার সুযোগ থাকে না।ক্লাব স্কুল (Öppen förskola) : এটি অনেক অদ্ভুত ব্যবস্থা। এখানে কোন বাচ্চাকে অফিসিয়ালি ভর্তি করা হয় না, তাই কোন খরচ দিতেও হয় না। । বরং ১ দিন বয়সী বাচ্চার মা থেকে শুরু করে ৫ বছর বয়সী বাচ্চা এবং তার মা এখানে যেতে পারে। মূলত বাচ্চার মায়েরা নিজেদের আলোচনা করে, বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে কাজ করে। এছাড়া এখানে ব্যায়াম থেকে শুরু করে নানাবিধ কার্যক্রম থাকে। বাচ্চাদের কিছু খেলাধুলার ব্যবস্থাও থাকে। ছোটখাট কোন খরচ হলে উপস্থিত সবাই মিলে খরচের অংশ বহন করে। বড় কোন খরচ হলে পৌরসভা থেকে অনুদান হিসেবে টাকা দেয়া হয়। এরকম স্কুল খুলতে চাইলে সরকারি লাইসেন্স নিতে হবে। এটি অনেক জটিল প্রক্রিয়া।নার্সারি স্কুল বা ডে কেয়ার নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন।বাংলাদেশ থেকে এইসব নার্সারি স্কুল বা ডে কেয়ার এ ভর্তির সুযোগ নেই। সুইডেনে যাবার পরে প্রথমে ট্যাক্স অফিসে পার্সন নম্বর এর জন্য আবেদন করতে হবে। এরপরে পার্সন নম্বর পেলে ,,সেটি দিয়ে পৌরসভা বা কমুনে ভর্তি আবেদন করতে হবে। বছরে যে কোন সময় বাচ্চা র ভর্তির আবেদন করা যায়।

সকল বিষয়