Select Page

ছাত্র ভিসা বর্ধিত (Extend) করা

May 8, 2021 | পড়ালেখা, ভিসা ব্যবস্থা

আপডেট মে ২০২১

আইনের ব্যাখ্যা এবং অনেক কিছুর ছোট ছোট পরিবর্তন করা হয়েছে।
1. ঠিকমত পড়ালেখা করে পরীক্ষাতে পাশ করে নিজের পড়ালেখার অগ্রগতি প্রমান করতে হবে ,,,নতুবা ভিসা এক্সটেনশন হবে না ,,,এটি নিশ্চিত থাকুন। (You must have made acceptable progress in your studies)তবে করোনা ভাইরাসের কারনে আবার আগের নিয়ম চালু করেছে। অর্থাৎ বছরে কত ক্রেডিট করতে হবে তার হিসাব।
১ ম বছর ১৫ ক্রেডিট
২ য় বছর ১৫+২২,৫ = ৩৭,৫ ক্রেডিটতবে
এখানেও কথা আছে , করোনা ভাইরাসের কারনে অসুস্থ্য থাকলে ,সুইডেনের ডাক্তারি সার্টিফিকেট প্রমান সাপেক্ষে কম ক্রেডিট থাকলেও ভিসা এক্সটেনশন হতে পারে। এছাড়া অনলাইনে পড়ালেখার ঝামেলার কারনে ক্রেডিট কম থাকলেও সেটি বিবেচনা করা হতে পারে ,,,এটি ভিসা অফিসার নিজে বিবেচনা করবে , তাই গ্যারান্টি নেই।


2. আপনি ২ বছরের প্রোগ্রামে ভর্তি হয়ে ১৩ মাসের ভিসা পেয়েছেন। প্রথম বছর শেষে এরকম ভিসা এক্সটেনশন এ ঝামেলা তেমন নেই।

3. আপনার নির্দ্দিষ্ট পড়ালেখার সময় শেষ হয়ে গেছে ,,কিন্তু কিছু কোর্স বাকি আছে। তাহলে আপনি সেই অল্প বা আংশিক কোর্স দেখিয়ে ভিসা এক্সটেনশন পাবেন । কোর্স কো অর্ডিনেটর এর অফিসিয়াল চিঠি লাগবে।

4. আপনার সব কোর্স শেষ শুধু থিসিস বাকি কিন্তু ভিসা মেয়াদ শেষ। তাহলে কোর্স কো অর্ডিনেটর বা থিসিস সুপারভাইজার এর অফিসিয়াল চিঠি লাগবে। সেখানে থিসিস শেষ হবার সম্ভাব্য তারিখ এবং আপনাকে সুইডেনে থেকে থিসিস শেষ করতে হবে এইসব বিষয় লেখা থাকতে হবে।

5. কোন প্রকার স্টাডি গ্যাপ বা ছুটি নেয়া যাবে না। এরকম কিছু হলে কোন মতেই ভিসা এক্সটেনশন হবে না। তবে অসুস্থ্য থাকলে সুইডিশ ডাক্তারি সার্টিফিকেট প্রমান হিসেবে দিতে পারলে ,,,অথবা জরুরি প্রয়োজনে বাংলাদেশে ফেরত গিয়ে থাকলে ,,,সেটি বিশেষ বিবেচনা করা হবে। এখানে উল্লেখ্য যে ,,, অসুস্থ্যতার ছুটি নিয়ে চাকরি করলে অথবা পর্তুগালে অথবা ইউরো ট্যুর দিলে ,,,ইত্যাদি ধরা পরলে নিশ্চিত থাকুন ভিসা এক্সটেনশন হবে না। ভিসা অফিসার অনেক কিছু লিখতে পারে সেক্ষেত্রে ইউরোপে নিষিদ্ধ হতে পারেন।

6. আপনাকে প্রতিবার ভিসা এক্সটেনশন করার সময় ব্যাংকে টাকা দেখাতে হবে, যে কোনো সন্দেহ হলেই টাকার উৎস প্রমান সহ দিতে হবে নতুবা ভিসা এক্সটেনশন হবে না।এখন থেকে চাকরি এর বেতন দেখানো যাবে। আপনার সুইডেনের চাকরির চুক্তিপত্র এবং গত ৩ মাসের বেতনের হিসাব জমা দিয়ে এই সুবিধা নিতে পারবেন। If you support yourself by employment, you must submit wage specifications for the past three months and an employment contract.

7. অনেক ক্ষেত্রেই ভিসা এক্সটেশন করার সময় ইউনিভার্সিটি এর লিখিত অনুমতি লাগে। সেক্ষেত্রে সমস্যা হলো
i)সুইডিশ আইন অনুযায়ী কোর্স রিটেক করলে আপনাকে আবার টিউশন ফি দিতে হবে না। অর্থাৎ একটি কোর্স যদি আপনি ৩ বার পড়েন তবে শুধু প্রথমবার টিউশন ফি দিবেন, বাকি ২ বার ফ্রী পড়বেন। এতে ইউনিভার্সিটি ক্ষতির সম্মুখীন হয়। কারন প্রতিবার আপনার জন্য তাদের অনেক খরচ করতে হচ্ছে। সবগুলি ইউনিভার্সিটি চায় আপনি নির্ধারিত সময়ের মধ্যেই প্রোগ্রাম শেষ করুন।

ii) এখন সুইডেনের ইউনিভার্সিটি গুলি বুঝে গেছে ,,,যেই মুহূর্তে আপনি চাকরি পাবেন ,,সেই মুহূর্তে আপনি লেখাপড়া ছেড়ে দিবেন। কিন্তু ইউনিভার্সিটি কে আপনার জন্য সারা বছরের খরচ নিজেকেই তখন বহন করতে হয়।iii) সুইডেনের ইউনিভার্সিটি গুলি বুঝে গেছে আপনি সুযোগ পেলেই পালিয়ে যাবেন। ফলে ইউনিভার্সিটি এর সম্মান অনেকটাই ক্ষুন্ন হয়।vi) তাই লেখাপড়ায় পর্যাপ্ত ক্রেডিট এবং ক্লাশে উপস্থিতি ইত্যাদি সন্তোষজনক না হলে ,,ইউনিভার্সিটি অনুমতি দিবে না।

8. অলিখিত আইন হলো : আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পড়ালেখা শেষ না করে ,,,বিভিন্ন উপায়ে ভিসা এক্সটেনশন করেন। তাদের পড়ালেখা শেষে “চাকরি খোঁজার ভিসা” দিবে না অথবা নানা ঝামেলা করবে।

9. বর্তমানে করোনা ভাইরাস এবং বিশ্বের সার্বিক অবস্থা বিবেচনা করে ,,ভিসা এক্সটেনশন আবেদন বিবেচনা করতে বলা হয়েছে। ফলে সকল শর্ত পুরন না হলেও অনেকেই সহজেই ভিসা পেয়ে যেতে পারেন , তবে এটি নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব না।

10. কারো ভিসা শেষ হয়ে গেছে ,,,কিন্তু করোনার কারনে বাংলাদেশে ফেরত যেতে পারছেন না। এরকম হলে ৯০ দিনের জন্য “ভিজিটর পারমিট” নিতে পারবেন। সেক্ষেত্রে কোন ভিসা আবেদন ফি দিতে হবে না। এটি ফ্রি। “ভিজিটর পারমিট” ব্যাতীত ভিসা শেষ হবার একদিন পার হলেও আপনি অবৈধ এবং আইনের চোখে অপরাধী হিসেবে বিবেচিত হবেন।
বিস্তারিত দেখুন
https://www.migrationsverket.se/English/Private-individuals/Studying-and-researching-in-Sweden/Higher-education/Extend-residence-permit-for-higher-education.html

সকল বিষয়