Select Page

আপনি কি পাপী !?!

Sep 13, 2021 | Uncategorized, অধিকার এবং আইন

 আপনি কি পাপী ?

সুইডেন সরকার কখন আপনাকে পাপী বলে বিবেচনা করবে অথবা মাইগ্রেশনের চোখে আপনি কখন পাপী হিসেবে বিবেচিত হবেন , সেটি জানতে এই লেখা পড়ুন।

 1. সুইডেন সরকারের চোখে সবচেয়ে বেশি মানুষ পাপী হিসেবে চিহ্নিত হয় , মূলত টাকা পয়সার কারনে।  যে কোন ধরনের টাকা ধার বা ঋণ নিয়ে ঠিকমত শোধ না করলে আপনি “পাপী” হিসেবে চিহ্নিত হতে পারেন।  সুইডেনের ভয়ংকর এক শব্দ  Betalningsanmärkning.  মূলত ব্যাংক বা সুইডেনের যে কোন প্রতিষ্ঠান এমনকি যে কোন ব্যক্তি আপনি পাপী কিনা তা জানার জন্য , আপনার “kreditupplysning” করতে পারে।  বেশি কিছু প্রতিষ্ঠান এই সার্ভিস দিয়ে থাকে ।  তাদের কাছ থেকে আপনার সম্পর্কে যে রিপোর্ট পাওয়া যায় , সেখানে “Betalningsanmärkning” বা এজাতীয় কিছু লেখা থাকলে আপনি পাপী।  শাস্তি স্বরূপ আপনি অনেক কিছু করতে পারবেন না , যেমন ঋণ  নেয়া , কিছু ক্ষেত্রে বাড়ি ভাড়া নেয়া , কিছু চাকরি, ব্যবসা রেজিস্ট্রেশন  ইত্যাদি ক্ষেত্রে পদে পদে বাঁধা পাবেন।  এটি নিয়ে বিস্তারিত পোস্ট দেয়া আছে , তাই এখানে আর বেশি কিছু লিখলাম না। 
https://www.swedenbangla.se/সুইডেনের-ভয়ংকর-এক-শব্দ-betalningsanmarkning/

2. পুলিশের খাতায় অপরাধী বা পাপী।  এটি খুব সহজেই জানা যায় , পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট  কে ইংলিশে  বলা হয় Criminal record  আর সুইডিশ ভাষায়  Belastningsregistret.  এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এ লেখা থাকে আপনি কতখানি পাপী এবং কি পাপ করেছেন। মানুষজন  সবচেয়ে বেশি যে পাপ করেন , সেটি হলো গাড়ি চালানো নিয়ে , এক্ষেত্রে ফাইন খেলে সেটি লেখা থাকবে।  এছাড়া অন্য যে কোন আইন বিরোধী অপরাধ করলে অর্থাৎ জেল জরিমানা  সেটি এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এ লেখা থাকে।  অপরাধের মাত্রা বা জরিমানার কারন এবং প্রমানের উপর ভিত্তি করে এই সার্টিফিকেট এ সেটি তত দিন ধরে লেখা থাকে।  যেমন ছোট ফাইন বা জরিমানা খেলে সেটি ২/৩ বছর ধরে লেখা থাকবে, বড় অপরাধ হলে ১০ বছর ধরেও লেখা থাকতে পারে।  আপনি নিজে পাপী কিনা সেটি জানতে খুব সহজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে পারেন।  এর জন্য কোন টাকা লাগে না।  সুইডিশ পুলিশের ওয়েব সাইট  https://polisen.se/tjanster-tillstand/belastningsregistret/ থেকে ফর্ম  (442,10) ডাউনলোড করুন , এরপর সেটি ফিলআপ  করে স্ক্যান করে অথবা ছবি তুলে ,,,সেখানে লেখা ইমেইলে মেইল করুন ,,,অথবা পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিন।  দুই সপ্তাহের মধ্যেই আপনার বাসার ঠিকানাতে এটি পৌঁছে যাবে।  
আপনারা যারা ইউরোপের অন্য দেশ থেকে সুইডেনে এসেছেন , উনারা সুইডেনের পুলিশের ওয়েব সাইট থেকে “ইউরোপিয়ান পুলিশ কিলারেন্স সার্টিফিকেট” নিতে পারেন।  বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাধারনত সুইডেনে কোন কাজে লাগে না, অযথা টাকা নষ্ট করার দরকার নেই। বেশ কিছু চাকরি আছে যেগুলি  করতে হলে আপনার সুইডিশ সার্টিফিকেট লাগতে পারে।  এছাড়া মাইগ্রেশন বা ইমিগ্রেশন  এর জন্য এটি জানা দরকার , সেটি ৩ নম্বর এর লিখতেছি। 

3. মাইগ্রেশন বা ইম্মিগ্রাশনের চোখে পাপী।  এটির হিসাব খুব সহজ , আপনার ভিসার মেয়াদ শেষ হলেই আপনি পাপী।  তবে আপনি যদি নতুন আবেদন বা এক্সটেনশন আবেদন করে থাকেন তবে ভিন্ন কথা।  আবার আপনার ভিসা যদি বাতিল করে দেয় অথবা ভিসা আবেদন রিজেক্ট হয় তবে সেখানে লেখা তারিখ থেকেই আপনি পাপী।  (সব সময় না ) সুইডেনের নতুন আইন অনুযায়ী আপনার যদি টাকা ফেরত দেবার খারাপ ইতিহাস থাকে “Betalningsanmärkning”  অথবা আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এ যদি খারাপ কিছু লেখা থাকে  অথবা ইউরোপিয়ান পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এ যদি খারাপ কিছু লেখা থাকে তবে সেটি আপনার “পি আর” আবেদন এর ক্ষেত্রে মারাত্বক প্রভাব ফেলবে।  অর্থাৎ আপনার “পি আর” পেতে অনেক দেরি হবে।  অপরাধের মাত্রা অনুযায়ী এই শাস্তি পাবেন।  

4. বৌ এর চোখে পাপী ? আপনার বন্ধু তালিকা ভর্তি কি সুন্দরী মেয়ে , আপনি কি তাদের সাথে রাত বিরাতে সুখ দুঃখের গল্প করতে চান।  তবে সাবধান ,,,ধরা খেলে খবর আছে।  কোন মাফ নাই।  মজা বাদ  দিলে ,,, বাংলাদেশের অনেক মানুষের চোখে আপনি পাপী হবেন , যখন আপনি দেশে টাকা পাঠাবেন না বা তাদের চাহিদা পুরন করবেন না।  এক্ষেত্রে নিজেকে এটিএম মেশিন হিসেবে বিবেচনা করতে পারেন। 

5, এলাকা ভিত্তিক পাপী ? আমার যেমন বাংলাদেশের কিছু জেলা কে অনেকে খারাপ চোখে দেখি , সুইডেনে তেমনি কিছু পৌরসভাকে সরকার কিছুটা বিশেষ নজরে দেখে।  এটির মূল কারন হলো , গোলাগুলি এবং মানুষ খুনের পরিমান।  আপনি কি জানতে চান আপনার পৌরসভার অবস্থা কি , তবে নিচের লিংকে গিয়ে দেখতে পারেন , গত কয়েক বছরে কি পরিমান গোলাগুলি হয়েছে এবং কতজন মানুষ মারা গেছেন।  
https://www.svt.se/datajournalistik/skjutningar-i-sverige/?rid=sverige

সকল বিষয়