সাময়িক পোস্ট :
সুইডেনের সংসদ এর একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নতুন ওয়ার্ক পারমিট আইনের একটি খসড়া প্রস্তাব দেয়া হয়েছে। এটি নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে , তাই সত্যি টি জানুন
সুইডেনে ওয়ার্ক পারমিট আইনের কি পরিবর্তন করা হয়েছে ?
উত্তর হলো, এখনো আইনের কোন পরিবর্তন করা হয় নাই। আইন পরিবর্তনের প্রস্তাব দেয়া হয়েছে।
নতুন আইনে ন্যূনতম বেতন কত হতে হবে ?
সরকারি দলের নির্বাচিনী মেনুফেস্ট তে নূন্যতম বেতন প্রায় ৩৩ হাজার ক্রোনোর করার কথা ছিল। কারন এটি সুইডেনের গড় বেতন। তবে বর্তমানে সার্বিক বিবেচনায় এই প্রস্তাবিত নুন্যতম বেতন কমিয়ে আনা হচ্ছে। বর্তমানে গড় বেতনের ৮০% ন্যূনতম বেতন করার প্রস্তাব দেয়া হয়েছে অর্থাৎ নতুন আইনে ওয়ার্ক পারমিট পেতে চাইলে কমপক্ষে বেতন হতে হবে ২৬৫৬০ ক্রোনোর।
কবে থেকে এই আইন কার্যকর করা হবে ?
প্রস্তাবিত আইনটি সংসদে পাশ হলে সেক্ষেত্রে ১ অক্টবর ২০২৩ থেকে কার্যকর হতে পারে।
নতুন আইনে কাদের বিপদ হতে পারে ?
সুইডেনে ৭০% ওয়ার্ক পারমিট ধারীর বেতন এই নূন্যতম বেতনের চেয়ে বেশি , তাই তারা সমস্যায় পরবে না। বাকি ৩০% যারা মূলত রেস্টুরেন্ট বা এই জাতীয় চাকরি করেন তাদের জন্য বিপদ হতে পারে।
যারা ইতিমধ্যেই ওয়ার্ক পারমিটে আছেন অথবা ওয়ার্ক পারমিট এক্সটেনশন করবেন , তাদের জন্য কি এই নতুন আইনটি কার্যকর হবে ?
এব্যাপারে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব না। আশাকরি “যারা ইতিমধ্যেই ওয়ার্ক পারমিটে আছেন অথবা ওয়ার্ক পারমিট এক্সটেনশন করবেন” তাদের বেতন কম হলেও সমস্যা হবে না। তাদের সুযোগ দেয়া হবে যে , বেতন বাড়িয়ে নেবার জন্য।
কোন বিশেষ বুদ্ধি আছে কি , যাতে এই ঝামেলা এড়ানো যায় ?
যাদের বেতন ২০+ আপনারা চাইলে আপনাদের চাকরিদাতার সাথে সমঝোতা করে বেতন কাগজে কলমে ২৭ হাজার করে নিন। একটু কষ্ট হলেও ব্যাপারটি অসম্ভব না। ফেসবুকে এর থেকে বেশি বলা সম্ভব না।
পরিবার থাকলে বেতন নূন্যতম কত হতে হবে ?
গতবছর আমি একটি আনুমানিক ধারনা দিয়েছিলাম যে , ২ টি বাচ্চা এবং স্বামী স্ত্রী এই চারজনের জন্য কমপক্ষে বেতন ২৬+ হতে হয়। নতুন আইনে পারিবারিক খরচের মোটামুটি এই হিসাবটি টি বিবেচনা করেছে মনে হয়। সুতরাং আশাকরা যায় যে , ২৬৫৬০ এর বেশি বেতন হলে পরিবার সহ ওয়ার্ক পারমিট আবেদন করা যাবে।
কেন এই নতুন আইন ?
সুইডেন মূলত ওয়ার্ক পারমিট দিতে চায় শুধু উচ্চ শিক্ষিত মানুষদের। যেসব চাকরিতে শিক্ষার দরকার নেই, সে সব কাজের ক্ষেত্রে সুইডেনের ভিতরের মানুষদের চাকরি দিতে চায় , বিদেশিদের না। এছাড়া বেতন নিয়ে বাটপারি নিয়ে সুইডেন সরকার ত্যাক্ত বিরক্ত অতিষ্ঠ।
ছাত্র ভিসা থেকে ওয়ার্ক পারমিটে গেলেও কি এই নতুন ন্যূনতম বেতন থাকতে হবে ?
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সকল ওয়ার্ক পারমিটের জন্য এই আইন টি কার্যকর করা হতে পারে। তাই ধারনা করি ছাত্র ভিসা থেকে ওয়ার্ক পারমিটে গেলেও এই নতুন ন্যূনতম বেতন থাকতে হবে।
মূল আইনটি কার্যকর হলে তখন নিশ্চিতভাবে ব্যাপারটি বলা সম্ভব, তার আগে না। কিছু ব্যতিক্রম থাকতে পারে। সুইডেনের একজন একজন মন্ত্রী (Maria Malmer Stenergard (M)) বলেছেন , ছাত্র ভিসা দেয়া হয় পড়ালেখা করার জন্য , সুইডেনে এসে চাকরি বা অন্যকিছু করার জন্য না।
একজন ছাত্রের পক্ষে কি এত বেতনের চাকরি পাওয়া সম্ভব ?
আইটি সেক্টর বাদে একজন ছাত্র ছাত্রীর পক্ষে এত বেতনে চাকরি পাওয়া প্রায় অসম্ভব। আর চাকরি পেলেও পাশাপাশি পড়ালেখা করা আমার মতে একবারেই অসম্ভব। তাছাড়া ছোট শহরে এই বেতনের চাকরি প্রায় অসম্ভব। সুইডিশ ভাষা জানলে সেক্ষেত্রে চাকরি পাওয়া কিছুটা সহজ হতে পারে। মনে রাখবেন বাংলাদেশে যেমন একজন ফ্রেশার বা সদ্য পাশ করা কারো পক্ষে মিড্ লেভেল চাকরি পাওয়া অনেকটাই কঠিন , সুইডেনেও একটি ব্যাপার।
নতুন প্রস্তাবিত আইনটি পড়তে চাই কিন্তু কোন বাটপারি লিংক বা নিউজ পেপারের লিংক চাই না। সত্যিকার প্রস্তাবিত আইনটি জানতে চাই।
দুঃখিত ইংরেজি ভাষায় কোন অফিসিয়াল লিংক নেই। তবে মূল প্রস্তাবিত আইনের সুইডিশ ভাষায় লিংক টি হলো