Select Page

সুইডেনের ছাত্র হিসেবে দুনিয়া জুড়ে ফ্রি ওয়াই ফাই বা ইন্টারনেট ব্যবহার

May 13, 2021 | পড়ালেখা

আপনি যখন সুইডেনের কোনো ইউনিভার্সিটি তে পড়তে সুইডেনে আসবেন। তখন শুরুতেই কোর্স রেজিস্ট্রেশন বা শুরুর দিকেই ,,,ইউনিভার্সিটি থেকে আপনাকে একটি ইমেইল এবং একটি বিশেষ আইডি দেয়া হবে ,,,যেটি দিয়ে আপনি ইউনিভার্সিটি এর বিশেষ ওয়েব সাইট এ লগইন করতে পারবেন। এটি বাস্তবে বাধ্যতামূলক, কারণ এটি দিয়ে আপনাকে অনেক কাজ করতে হবে। এছাড়া রেজাল্ট দেখতে বা প্রিন্ট করতেও এটি লাগবে।
তবে সবচেয়ে বেশি যেটা কাজে লাগে ,,,তাহলো ইউনিভার্সিটি এর ফ্রি ওয়াই ফাই বা ইন্টারনেট ব্যবহার করতে।
প্রতিটি ইউনিভার্সিটি এর ভিতরে বা লাইব্রেরিতে এই ফ্রি ওয়াই ফাই বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। মনেকরুন আপনি লুন্ড ইউনিভার্সিটি এর ছাত্র ,,কিন্তু কোনো কাজে বা সেমিনারে উপসালা ইউনিভার্সিটি তে এলেন। তখন কিভাবে ইউনিভার্সিটি তে ইন্টারনেট ব্যবহার করবেন?এসে গেলো ,,সুইডেনের সকল ইউনিভার্সিটি স্কুল কলেজ এর সম্মিলিত ফ্রি ওয়াই ফাই বা ইন্টারনেট ব্যবহার। এটির নাম “eduroam” .এখান থেকে তালিকা দেখে নিন sunet.se/eduroamআইন বলে “To use eduroam wifi you will need to setup your laptop or smartphone. As end-user you will only be able to use eduroam if your institution provides electronic identity (e.g. account for network access). In that case you will need to contact your administrator and ask for an account. You (or your network administrator) will have to configure your computer to enable eduroam access. “মনে করুন আপনি উপসালা ইউনিভার্সিটি এর স্টুডেন্ট , তাহলে নিজেই সব করতে পারবেন ,,,এখানে বিস্তারিতhttps://mp.uu.se/en/web/info/stod/it-telefoni/network-on-campus/eduroam/win/win-8-10আপনার ইউনিভার্সিটি এর এরকম লিংক না পেলে ,,,আই টি সেক্টরে ফোন দিন।বাস্তবে এটি দিয়ে চেষ্টা করতে পারেন সরাসরিhttps://md.nordu.net/role/idp.ds?entityID=https%3A%2F%2Fplay.sunet.se&return=https%3A%2F%2Fplay.sunet.se%2Fembed%2Fsecure%2Fredirect-to-login%3Fref%3Dhttps%253A%252F%252Fwww.sunet.se%252Fabout-sunet%252Fকেমন হবে ,,,যদি এয়ারপোর্টে সবসময় ফ্রি ইন্টারনেট পান ,,তবে সব এয়ারপোর্টে সম্ভব না ?কেমন হবে ,,,যদি আমেরিকা বা লন্ডন বা অন্য কোনো দেশে কোনো সেমিনার বা ঘুরতে গেলে সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট পেলে ?হ্যা। সেটাও সম্ভব। সুইডেনের ইউনিভার্সিটি এর ছাত্র হিসেবে আপনি দুনিয়ার বেশিরভাগ দেশের অনেক জায়গাতে ফ্রি ইন্টারনেট পাবেন। সম্পূর্ণ তালিকা এখানেhttps://www.eduroam.org/where/এখানেই ২ টি এপ এর লিংক আছে ,,সেগুলো ব্যবহার করে দেখতে পারেন।কানে কানে বলি ,,,সুইডেনে পড়তেছে এমন অনেক ছাত্রছাত্রী এমনকি টিচার পর্যন্ত আছে ,,যারা এটির কথা জানে না। আপনাদের একটু আগেভাগেই খবর দিয়ে দিলাম।

সকল বিষয়