Select Page

সুইডেনের ওয়ার্ক পারমিট ২০২২ এর আইন অনুযায়ী

Jun 10, 2022 | Uncategorized, অভিবাসন এবং ভিসা, ওয়ার্ক পারমিট

 সুইডেনের ওয়ার্ক পারমিট ২০২২ এর আইন অনুযায়ী 

সুইডেনে ওয়ার্ক পারমিট পেতে চাইলে আপনাকে প্রথমেই বেশ কিছু শর্ত পুরণ করতে হবে। 

1. আগের মত  চাকরির কোন “অফার” থাকলে হবে না।  বরং চাকরির বৈধ চুক্তি থাকতে হবে। তবে কিছু ব্যতিক্রম আছে। চাকরির চুক্তি হয়ে গেলে সেক্ষেত্রে চাকরি দাতা  কোম্পানির হাতে বেশি  ক্ষমতা থাকে না , চাইলেই এদিক সেদিক করতে পারবে না। সুতরাং প্রথমেই আপনি এবং আপনার চাকরিদাতার মধ্যে চাকরির একটি লিখিত চুক্তি হবে। একে সুইডিশ ভাষায় বলে anställningsavtal.

2. চাকরির পরিবেশ এবং সুযোগসুবিধা সুইডেনের মানসম্পন্ন হতে হবে।  ফলে লেবার ইউনিয়ন এর চুক্তি অনুযায়ী সব সুবিধা নিশ্চিত করতে হবে। 

3. সুযোগসুবিধার পাশাপাশি লেবার ইউনিয়ন এর চুক্তি অনুযায়ী কমপক্ষে সেই বেতন দিতে হবে। 

4. অসুস্থতাবীমা, জীবনবীমা, নিরাপত্তা বীমা এবং পেনশন বীমা এই চারটি ইন্সুরেন্স আপনার চাকরিদাতা কোম্পানিকে কিনতে হবে আপনার জন্য। এটি বাধ্যতামূলক।  (sjukförsäkring, livförsäkring, trygghetsförsäkring och tjänstepensionsförsäkring )

5. পরিবার থাকলে ১৩ হাজার বেতন এই আইন বাতিল করা হয়েছে।  বরং পুরো পরিবারের খরচ বহন করার মত  বেতন থাকতে হবে।  অর্থাৎ ২ টি সন্তান থাকলে মোট চার জনের বাসা ভাড়া এবং থাকা খাওয়ার যাবতীয় খরচের পরিমান বেতন থাকতে হবে , নতুবা ওয়ার্ক পারমিট দেয়া হবে না।  তবে একা হলে কমপক্ষে  ১৩ হাজার বেতন দিয়ে এখনো ওয়ার্ক পারমিট পাওয়া সম্ভব হতে পারে।   

২০২২ এর সরকারি হিসাব অনুযায়ী  প্রতি মাসের জীবনধারণ খরচ হচ্ছে 

একা হলে SEK 5,158 

স্বামী স্ত্রী দুজন হলে SEK 8,520

০-৬ বছর বয়সী প্রতিটি বাচ্চার জন্য SEK 2,756 

৭-১০ বছর বয়সী প্রতিটি বাচ্চার জন্য SEK 3,308

১১-১৪ বছর বয়সী প্রতিটি বাচ্চার জন্য SEK 3,860 

১৫+ বছর বয়সী প্রতিটি বাচ্চার জন্য SEK 4,411

এর সাথে বাড়িভাড়া এবং ট্যাক্স যোগ করলে তখন আপনার সর্বনিম্ন বেতন এর হিসাব পাওয়া যাবে। 

মনেকরুন আপনারা স্বামী স্ত্রী + ২ টি বাচ্চা (বয়স ১৩,১৬) এবং বাড়িভাড়া ৬০০০। তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন বেতন হবে জীবনধারণ খরচ  (8520+3860+4411) + বাড়িভাড়া 6000+ ট্যাক্স আনুমানিক 7209 =  30000/-  তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন বেতন হবে ত্রিশ হাজার ক্রোনোর। 
নতুন আইন অনুযায়ী যিনি শুধু ওয়ার্ক পারমিট আবেদন করবেন , উনার আয় হিসাব করা হবে।  স্পাউস এর কোন বেতন বা আয় হিসাব করা হবে না।  তবে বিশেষক্ষেত্রে যদি বেতন অল্প  কম হয় , সেক্ষেত্রে মূল ওয়ার্ক পারমিট আবেদন কারী নিজের ব্যবসা থেকে আয় অথবা সম্পত্তি বা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন।  সবার জন্য এই সুবিধা নেই। 

6. কেউ ওয়ার্ক পারমিট পেয়ে গেলে সেটি ছোটখাট কারনে  বাতিল করা হবে না। ওয়ার্ক পারমিট এ সবাই  চার বছর থাকলেই পার্মানেন্ট পাবে না , বরং যতদিন সব শর্ত পূরণ করতে পারবে না , ততদিন ওয়ার্ক পারমিট এক্সটেনশন হবে ২ বছর + ২ বছর + ২ বছর  + ২ বছর এভাবে।  এটি শুধু ছোটখাট সমস্যা থাকলে।  আর বড় ভুল বা সমস্যা থাকলে ওয়ার্ক পারমিট বাতিল হবে।  তবে সব শর্ত পূরণ করতে পারলে ,চার বছর ওয়ার্ক পারমিটে থাকার পরে “পি আর” পাওয়া সম্ভব। 

7. সুইডেনে থাকা অবস্থায় ভিসা সিদ্ধান্ত পাবার আগে  অন্য দেশে ব্যবসা বা অফিসের কাজে ভ্রমন করা যাবে।  সেক্ষেত্রে ডি  ভিসা দিবে।  তবে সাথে পরিবারকে নেয়া যাবে না। অন্যদিকে সুইডেনে থাকা অবস্থায় ভিসা সিদ্ধান্ত পাবার আগে পরিবারের কেউ যদি দেশে যেতে চায় তবে পরিস্থিতি বিবেচনা করে বিশেষ ভিসা দিতে পারে , এটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হয় নাই তবে কিছুদিনের মধ্যেই আশাকরি বিস্তারিত আসবে !

8. উপরের সব কয়টি আইন শুধু যারা নতুন করে ওয়ার্ক পারমিট আবেদন করবেন তাদের জন্য প্রযোজ্য।  যারা ইতিমধ্যেই ওয়ার্ক  পারমিট পেয়েছেন বা এক্সটেনশন করবেন তাদের জন্য এই আইনগুলি প্রযোজ্য না।  এছাড়া যারা ইউরোপের অন্য দেশ থেকে এসেছেন তাদের জন্য এই আইন না।  

9. ওয়ার্ক পারমিটে থাকা অবস্থায় কেউ চাইলে ভিসা পরিবর্তন করে স্টুডেন্ট ভিসা নিতে পারবে (সেক্ষেত্রে টিউশন ফি দিতে হবে) পরে আবার স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে যেতে পারবে।  যতবার খুশি এটি করতে পারবে।  এটি এখনো ওয়েব সাইটে প্রকাশ করা হয় নাই , তবে অচিরেই এটি প্রকাশ করা হবে।  সুইডেনে ওয়ার্ক পারমিট নিয়ে পরে চাকরি না করে মাগনা পড়ালেখা করা পাপীদের থামানোর জন্য এটি করা হচ্চ্ছে।  

10. ওয়ার্ক পারমিট আবেদন এর ধাপগুলি জেনে নিন 

i) প্রথমে চাকরিদাতা কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দিবেন , কমপক্ষে ১০ দিন ধরে এটি প্রকাশিত থাকবে।

 ii) চাকরিদাতা প্রতিষ্ঠান আপনার সাথে লিখিত চাকরির চুক্তি করবে। 

iii) সুইডিশ লেবার ইউনিয়ন এর শর্ত অনুযায়ী বেতন এবং সুযোগ সুবিধা দিবে এরকম চুক্তি করতে হবে 

iv) লেবার ইউনিয়ন এই চুক্তি সম্পর্কে লিখিত মতামত দিবে। 

v) আপনার চাকরিদাতা আপনার জন্য চারটি বীমা বা ইন্সুরেন্স কিনবেন। ‘

vi) আপনার চাকরিদাতা কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট আবেদন প্রক্রিয়া শুরু করবে মাইগ্রেশনের ওয়েব সাইটে। (আপনি নিজে আবেদন শুরু করতে পারবেন না )

vii) ওয়ার্ক পারমিট আবেদন প্রক্রিয়া অনুযায়ী আপনি একটি ইমেইল পাবেন , সেই ইমেইল এর লিংক অনুযায়ী আপনি ওয়ার্ক পারমিট এর বাকি আবেদন করবেন, সাথে আপনার পাসপোর্ট সহ সকল কাগজ আপলোড করবেন , পরিবার থাকলে তাদের জন্য আবেদন করতে পারবেন। 

viii) ব্যাংকের কার্ড দিয়ে ওয়ার্ক পারমিট আবেদন ফি দিবেন।  মূল আবেদন কারীর জন্য ফি হলো SEK 2,200 এবং পরিবার বা স্পাউস এর জন্য ফি হলো SEK 1,500 এবং প্রতিটি বাচ্চার জন্য ফি হলো SEK 750 


11. যারা সুইডেনে স্টুডেন্ট ভিসায় আছেন তাদের ওয়ার্ক পারমিট আবেদন করতে চাইলে আগে অবশ্যই মাস্টার্স লেভেলের ৩০ ক্রেডিট পাশ করতে হবে। 

 
12. স্পাউস ভিসায় থাকা কেউ সুইডেনে ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবেন না।  যদিও বাস্তবে এই আইন অনেক সময় মান্য করা হয় না।  স্পাউস ভিসায় থাকা কেউ সুইডেনে ওয়ার্ক পারমিট পেতে চাইলে সুইডেনের বাহির থেকে আবেদন করতে হবে।  


13. উপরের লেখা প্রতিটি পয়েন্ট এর ক্ষেত্রেই নানাবিধ ব্যতিক্রম  আছে।  সবার জন্য সব আইন না।  সুতরাং মূল কাগজ না দেখে কাউকে নিশ্চিতভাবে কোন আইন বলা সম্ভব না।  তবে ধারনা  নেবার জন্য এই লেখা পড়তে পারেন। 


14. ওয়ার্ক পারমিট এক্সটেনশন , চাকরি খোঁজার ভিসা , ব্লু কার্ড , আইসিটি পারমিট , গবেষক , চাকরিদাতা নতুন কোম্পানি ইত্যাদি ক্ষেত্রে বিশেষ আইন আছে।  এগুলি উপরের আইনের মধ্যে পরবে না।  


15. ১ জুলাই থেকে সুইডেনে সন্ত্রাসী এবং ক্রিমিনাল আইনে বেশ কিছু পরিবর্তন আনা হবে।  ফলে যাদের “সন্ত্রাসী এবং ক্রিমিনাল ” রেকর্ড আছে , উনারা আগে থেকেই সাবধান হতে পারেন অথবা বিকল্প দেশে চলে যেতে পারেন।  

সকল বিষয়