Select Page

সুইডিশ ভাষা ফ্রিতে শিখার সুযোগ

May 13, 2021 | জীবন যাপন, পড়ালেখা

সুইডিশ ভাষা শিক্ষার সবচেয়ে সহজ উপায় হলো ,,সুইডিশদের সাথে কথা বলা। একারণে সুইডেনে ছোট দোকানে সেলসম্যান হিসেবে কাজ করলেও দেখা যায় খুব সহজেই সুইডিশ ভাষা শিখে ফেলেছে। অন্যদিকে হাজারখানেক বছর সুইডেনে বসবাস করলেও অনেক মহিলার বাড়িতে শুধু হাড়ি ঠেলার কারনে , সুইডিশ ভাষা শেখা আর হয়ে উঠেনি। যাইহোক পছন্দ যার যার।সুইডেনে যারা ২ বছরের যে কোনো প্রোগ্রামে ভর্তি হয়ে আসবেন বা যারা সুইডিশ পার্সন নম্বর পাবেন। তারা সবাই সম্পূর্ণ ফ্রী সুইডিশ ভাষা শিক্ষা কোর্স করতে পারবেন, সরকারি বয়স্ক স্কুলে, একে বলে “এস এফ ই” কোর্স !!! এর বাহিরে আপনার ইউনিভার্সিটি তে আপনি সুইডিশ ভাষা শিক্ষা কোর্স করতে পারবেন, তবে তা ফ্রি কিনা বলা মুশকিল। কিছু কিছু ইউনিভার্সিটি তে ফ্রি তবে সবগুলিতে না। যাদের পার্সন নম্বর নেই, তারা সুইডিশ ভাষা শিক্ষা কোর্স নিতে পারবে কিনা জানি না।এইসব কিছুর বাহিরে হলো , অনলাইন বা ডিস্টেন্স এ সুইডিশ ভাষা শিক্ষা কোর্স করা। “অনলাইন বা ডিস্টেন্স এ সুইডিশ ভাষা শিক্ষা কোর্স ” এ অনেক ২ নম্বরি আছে। অনেকেই অনেক টাকা চায়। বাস্তবে ভালো ভালো অনেক জায়গাতে এই সব অনলাইন বা ডিস্টেন্স এ সুইডিশ ভাষা শিক্ষা কোর্স ফ্রি তে করা যায়। অনেকে প্রশ্ন করতে পারেন যে ,, “অনলাইন বা ডিস্টেন্স এ সুইডিশ ভাষা শিক্ষা কোর্স ” করলাম , কিন্তু সার্টিফিকেট এর কি হবে ? অন্যদিকে যারা অনেক টাকা চেয়েছে তারা তো সার্টিফিকেট দিবে !!পুরাই বিভ্রান্ত করেছে আপনাকে। আসল সত্য হলো, ” ভাষা শিক্ষা কোর্স” নয় , বরং ভাষাটি জানা জরুরি। আপনি সুইডিশ ভাষা জানলে এমনিতেই চাকরি পাবেন। চাকরির ভাইবাতেই বুঝা যাবে ,,কতটা কি পারেন। তবে এবার একটি গুরুত্বপূর্ণ কথা শুনেন। IELTS কোর্স কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে যেভাবে খুশি করতে পারেন। তবে ব্রিটিশ কাউন্সিল বা এধরণের কিছু জায়গায় মূল পরীক্ষা দিয়ে আসল সার্টিফিকেট নিতে হয় । সুইডিশ ভাষা শিক্ষা কোর্স তেমনি। আপনি যেখানেই শিখেন ব্যাপার না। আপনি সুইডেনের ভিতরে যে কোনো সরকারি বয়স্ক শিক্ষা কেন্দ্র বা এজাতীয় প্রতিষ্ঠানে সরাসরি পরীক্ষা দিয়ে আসল সার্টিফিকেট নিতে পারেন। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনাকে পরীক্ষার ফি দিতে হবে।তবে পুরা কোর্স ধারাবাহিকভাবে করলে। সেক্ষেত্রে পরীক্ষার জন্য ফি দিতে হবে না। একক ভাবে আলাদা পরীক্ষা দিলে শুধু ফি দিবেন। এটি সব ধরণের বা লেভেলের সুইডিশ ভাষা কোর্স এর জন্য প্রযোজ্য ! “এস এফ ই” এর পরের লেভেল কোর্স হলো সাস। এটিও যেখান খুশি সেখান থেকে শিখে ” সুইডেনের ভিতরে যে কোনো সরকারি বয়স্ক শিক্ষা কেন্দ্র বা এজাতীয় প্রতিষ্ঠানে সরাসরি পরীক্ষা দিয়ে আসল সার্টিফিকেট নিতে পারেন “. মনে রাখবেন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের সুইডিশ ভাষা শিক্ষা কোর্স এর সার্টিফিকেট দেবার ক্ষমতা নেই। আর এইসব ভুয়া সার্টিফিকেট এর সুইডেনে এক পয়সাও দাম নেই। এই সার্টিফিকেট দিয়ে কোনো কাজ বা চাকরি পাবেন না।এবার আসুন দেখি ,,,কোথায় কোথায় অনলাইন এ সত্যিকার “সুইডিশ ভাষা শিক্ষা” ফ্রি কোর্স আছে ?

1. এটি মূল ওয়েব সাইট ,,এখানে অনেক কিছু পাবেন , ধৈয্য নিয়ে শুরু করুন http://www.kursnavet.se/যাদের কোনো ধৈর্য্য ধরার সময় নেই। তারা বিসমিল্লাহ বলে সুইডিশ ভাষাতে এবিসিডি পড়া শুরু করেন , এখন থেকে http://www.kursnavet.se/kurser/safir/m01/a1/o01.htm

2. এটি মূল ওয়েব সাইট ,,এখানে অনেক কিছু পাবেন , ধৈয্য নিয়ে শুরু করুনhttps://swedish-for-all.se/যাদের কোনো ধৈর্য্য ধরার সময় নেই। সারাদিন ইউ টিউব এ ইয়ে দেখে ,,,তারা সরাসরি এখান থেকে ইউ টিউব এ সুইডিশ ভাষা এর ব্যবহার দেখুন। https://swedish-for-all.se/sfi-steg-learning-steps/alfabetet-alphabet/

3. আপনার তো কম্পিউটার দেখার সময় নেই , সারাদিন মোবাইলে বান্ধবীর ,,,,,যাইহোক এখন ঠান্ডা মাথায় এই এপ টি মোবাইলে ডাউন লোড করুন , আশাকরি হতাশ হবেন না।https://sprakkraft.org/svt-sprakplay/মজার মজার ভিডিও দিয়ে সুইডিশ ভাষা শেখানোর চেষ্টা করা হয়েছে , তবে বাংলা ভাষায় একটি কথা আছে ,,,উল বনে মুক্তা ছড়ানো। আপনার ইচ্ছা… হীরা ফেলে কাঁচ নাকি ,,,,

4. এই ওয়েব সাইট একটি কয়লার খনি। কয়লা দিয়ে দাঁত মেজে ফেলতে পারেন। আবার একটু মন দিয়ে খুঁজলে এখানেই হীরা পাবেন। “lättläst” নামে একটি কথা আছে সুইডেনে , মানে হলো খুব “সহজ সুইডিশ ভাষা” তে সব কিছু করা। খুঁজে দেখুন কতটুকু কাজে লাগে। https://www.digitalasparet.se/eng/index.htm

5. এটিও অনেক কাজের ওয়েব সাইট , মূলত স্কুলে বাচ্চাদের সুইডিশ ভাষা শেখার জন্য অনেকেই ব্যবহার করে। কিছুক্ষেত্রে একাউন্ট খুলে লগইন করতে হতে পারে , তবে সেটাও ফ্রী। এখানে ক্লাশ ওয়ান বা প্রথম শ্রেণী থেকে শুরু করবেন ,,,Årskurs 1-3 এরপর Ämne লিখবেন svenska মানে সুইডিশমূল ওয়েব সাইট https://portal.nok.se/extramaterial. ….এরপর আলুর সুইডিশ কি সেটা শিখতে থাকবেন এখন থেকেhttps://digital.nok.se/web/site-538901/state-jurdcnzqgercytzr/page-539047এই যে মিঃ ফরহাদ প্রধান ,,,,,শুনেন আমার বন্ধুর ছোটবোনের এক্স বয়ফ্রেন্ড এর কাজিন তো এইসব ওয়েব সাইট না দেখেই এখন ভালো সুইডিশ পারে ,,, সেটা কিভাবে সম্ভব ?ভাইরে জন্ম থেকেই আমার “গিয়ান” কম ,,, তাই আমি আমার মত করে পরামর্শ দিয়েছি। আমি জানি আরো হাজার হাজার ওয়েব সাইট আছে ,,,সেখান থেকেও সুইডিশ শিক্ষা সম্ভব। আপনার যেটা ভালো লাগবে ,,সেটাই দেখুন ,,,

সকল বিষয়