Select Page

বাংলাদেশী লাইসেন্স দিয়ে সুইডেনে গাড়ি চালানো

May 7, 2021 | জীবন যাপন, ড্রাইভিং লাইসেন্স

 

সুইডেনে চাকরি চান বা জীবনে উন্নতি অথবা সুন্দরী বান্ধবী,,,,,আপনার লাগবে ড্রাইভিং লাইসেন্স। সুইডেনে গাড়ি চলে রাস্তার ডান দিক দিয়ে মানে বাংলাদেশের উল্টা। 

1. বাংলাদেশী ব্যাক্তিগত অথবা প্রফেশনাল অথবা ইন্টারন্যাশনাল  লাইসেন্স দিয়ে সুইডেনে গাড়ি চালানো যায় কিনা ?

ক ) আপনি যদি সুইডেনে বেড়াতে  আসেন অথবা অল্প সময়ের জন্য আসেন অথবা আপনার ভিসার মেয়াদ এক বছরের কম হয় … অর্থাৎ সোজা কথায়  আপনার যদি সুইডিশ পার্সন নম্বর না থাকে ,,,তাহলেই আপনি বাংলাদেশের যে কোন লাইসেন্স (ব্যাক্তিগত অথবা প্রফেশনাল অথবা ইন্টারন্যাশনাল  লাইসেন্স ) দিয়ে সুইডেনে গাড়ি চালাতে পারবেন।  এক্ষেত্রে যেহেতু আপনার ভিসার মেয়াদ এক বছরের কম ,,সেহেতু শুধু ঐ  সময়ের মধ্যেই গাড়ি চালাতে পারবেন।  তবে বাংলাদেশের লাইসেন্স এর পাশাপাশি আপনার সাথে বৈধ আইডি কার্ড, ইউ টি কার্ড  বা পাসপোর্ট সাথে থাকতে হবে গাড়ি চালানোর সময়।

খ ) আপনার যদি সুইডিশ পার্সন নম্বর থাকে তবে বাংলাদেশী লাইসেন্স দিয়ে আপনি সুইডেনে গাড়ি চালাতে পারবেন না।  দুঃখিত এটি এখন আইন।

 A foreign driving licence issued in a country outside the EEA is not valid in Sweden if you have been registered here for more than a year.

তবে আপনি যদি ছাত্র হন (মাস্টার্স অথবা পি এইচ ডি)  তাহলে আপনাকে সুইডিশ transportstyrelsen এই প্রতিষ্ঠান থেকে বিশেষ  অনুমতি নিতে হবে ।   ইনারা আপনাকে লিখিত অনুমতি দিবে গাড়ি চালানোর, সেটি সব সময় সাথে রাখতে হবে।  এই লিখিত অনুমতি পত্রে স্পষ্ট করে লিখা থাকবে আপনি কত দিন বা মেয়াদ পর্যন্ত গাড়ি চালাতে পারবেন।  মেয়াদ শেষে আবার রিনিউ করতে পারবেন।

সতর্কতা : আমি জানি অনেকেই অনুমতি ছাড়াই বাংলাদেশী লাইসেন্স দিয়ে গাড়ি চালান।  এমনকি পুলিশ ধরলেও ছাত্র পরিচয় দিলে অনেক সময় ছেড়ে দেয় বা কিছু বলে না।  তবে অবৈধ হলো অবৈধ।  কোনো কারণে যদি কোনোদিন ধরা খান তবে বিরাট বিপদ হতে পারে।  যেমন ভিসা বাতিল থেকে শুরু করে কালো তালিকাভুক্ত অথবা পারসন নম্বর হলুদ করে দিলে ,,,সুইডেন জীবন আপনার নরকে পরিণত হবে।  তাই আইন মেনে চলুন ও ভালো থাকুন।

2. ইউরোপের অন্য দেশের ড্রাইভিং লাইসেন্স  সুইডেনে গাড়ি চালানো যায় কিনা ?

ইউরোপের যে কোন  দেশের ড্রাইভিং লাইসেন্স থাকলে,  তা দিয়ে সুইডেনে গাড়ি চালাতে পারবেন।  আলাদা অনুমতি বা অন্য কোনো কাগজ লাগবে না। তবে ভুয়া লাইসেন্স হলে তা  অবৈধ।  কোনো কারণে যদি কোনোদিন ধরা খান তবে বিরাট বিপদ হতে পারে।  

3. সুইডেনে মোটরসাইকেল চালানোর উপায় কি ? AM/ A1/A2/A

সুইডেনে গাড়ির লাইসেন্স দিয়ে ,,, স্কুটি /ভেসপা/ মোপেড ইত্যাদি চালানো যায়।  আলাদা লাইসেন্স লাগে না।  তাই বৈধ গাড়ি চালানোর অনুমতি বা লাইসেন্স থাকলে “স্কুটি /ভেসপা/ মোপেড ইত্যাদি ” চালাতে পারবেন।  তবে দুঃখিত সুইডেনে সত্যিকার  মোটরসাইকেল এর লাইসেন্স ভিন্ন। 

ছোট মোটরসাইকেল চালাতে চাইলে তার জন্য স্পেশাল ছোট মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স নিতে হবে আর বড় মোটর সাইকেল এর জন্য বড় মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স নিতে হবে।   মোদ্দা কথা ,,গাড়ির লাইসেন্স দিয়ে মোটর সাইকেল চালানো যাবে না।  

4. সুইডেনে কি ট্যাক্সি / উবার চালানো সম্ভব ? 

সম্ভব না।  আপনার যত  ধরনের  যেই প্রকার ড্রাইভিং লাইসেন্স থাকুক,,, তা দিয়ে আপনি সুইডেনে ট্যাক্সি চালাতে পারবেন না।  শুধু সুইডিশ ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স থাকলে ,,তাহলে আপনি ট্যাক্সি চালাতে পারবেন।  

২ বছর সুইডিশ ড্রাইভিং লাইসেন্স থাকার পরে ,,,আলাদা  অনেক কঠিন পরীক্ষা দিয়ে তারপর ট্যাক্সি লাইসেন্স পাওয়া সম্ভব হতে পারে। 

একই আইন উবার  এর ক্ষেত্রেও প্রযোজ্য।  অর্থাৎ উবার চালাতে চাইলে আপনার “সুইডিশ ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স ” থাকতে হবে ,,,এটি বাধ্যতামূলক।  

৫. বাংলাদেশী লাইসেন্স পরিবর্তন করে কি সুইডিশ লাইসেন্স করা যায় ?

সম্ভব না।  দুঃখিত 

৬. ইউরোপের অমুক দেশে তমুক আইন দেখেছি ,,,সুইডেন কি ভিন্ন ?

হ্যা ,,,ভিন্ন।  সুইডেনের আইন সুইডেনের জন্য।  এরা  ইউরোপের অন্য দেশের আইন মানে না।  সুতরাং “অমুক দেশে তমুক আইন” সুইডেনে কার্যকর না !

৭. সুইডিশ ড্রাইভিং লাইসেন্স পাবার উপায় কি ?

সে এক বিরাট ইতিহাস।  যাদের ৫ বছরের বেশি সময় ধরে সুইডিশ ড্রাইভিং লাইসেন্স আছে তাদের সাথে  অথবা ড্রাইভিং স্কুলে যোগাযোগ করেন। 

৮. ভুয়া লাইসেন্স , লাইসেন্স বিহীন , জোড়ে গাড়ি চালানো ,,ইত্যাদির শাস্তি কি ?

নির্দিষ্ট শাস্তি নেই।  আপনার সার্বিক অবস্থা বিচারে পুলিশ বা কোর্ট শাস্তি নির্ধারন  করবে  জেল জরিমানা শাস্তির পরিমান ।  এছাড়া আপনার লাইসেন্স স্থগিত বা বাতিল করা হতে পারে।  

৯. বন্ধু বান্ধবীর পাল্লায় পরে একটু মদ্দ পান করে ,,,লাল লাইট কে সবুজ দেখলে কি হবে ?

ধরা খেলে লাইসেন্স বাতিল ,,জেল জরিমানার পাশাপাশি ,,,সুইডেনে থাকার অনুমতি  বাতিল থেকে শুরু করে কালো তালিকাভুক্ত অথবা পারসন নম্বর হলুদ করে দিলে ,,,সুইডেন জীবন আপনার নরকে পরিণত হবে।  

১০. ভাই বুঝতে পারি নাই ,,,পার্কিং ফাইন দিয়েছে,,,এখন কি হবে ?

আস্তে  মামু ,,অত  দুশ্চিন্তার কিছু নেই।  ফাইনের টাকা দিয়ে দিন ,,,ঝামেলামুক্ত থাকুন।  পার্কিং ফাইন সাধারনত পার্সন নম্বরে লেখা হয় না ,,,ফলে ভবিষ্যতে ঝামেলা হবে না।  

           পুলিশ ধরলেও ছাত্র পরিচয় দিলে অনেক সময় ছেড়ে দেয় বা কিছু বলে না।  তবে অবৈধ হলো অবৈধ।  এছাড়া অনেক সময় অনেক পুলিশ অফিসার বিদেশী লাইসেন্স এর ব্যাপারটি ভালো করে জানে না।  ফলে জরিমানা বা শাস্তি না দিয়ে,, মাফ করে দেয়।  তবে ভাগ্য খারাপ হলে ছোট ভুলের জন্য বিশাল বিপদে পরতে পারেন , তাই সাবধান থাকাই ভালো। 

আর ১০০% সঠিক এবং নির্ভরযোগ্য আইন জানতে পারবেন  ,,সুইডেনের সরকারি এই transportstyrelsen ওয়েব সাইট থেকে। ফোন 0771-81 81 81

সকল বিষয়