Select Page

না বুঝে কোথাও ভুলেও সই করবেন না বা কোন কাগজ জমা দিবেন না

Aug 19, 2021 | অধিকার এবং আইন, থাকতে হলে জানতে হবে

 আমার মতে ,,,প্রবাসী ১০০ জন বাংলাদেশের মানুষ থাকলে দেখবেন  ৯৯ জন সত্যিকার ভালো মানুষ।  আর ২ বা ১ জন হয়তো  খারাপ মানুষ।  এই ২/১ জনের জন্য বাকি  ৯৯% মানুষকে কষ্ট করতে হয়।  নির্যাতিত হতে হয়।  সুইডেনে এই ২/১ জন খারাপ মানুষকে খুঁজতে গেলে পাবেন ছাত্র পাচারকারী।  এরা ছাত্র ভিসা করে দেবার কথা বলে বহু মানুষকে বিপদে ফেলে।  সুইডেনের “ভরে দাও ট্রান্স” থেকে শুরু করে ইউ টিউব ভিত্তিক এই রকম বহু বাংলাদেশি বাটপার আছে।  এখানে বলে রাখা ভাল ,

সত্যিকার ছাত্র হলে কারো সাহার্য্যের দরকার নেই।  খুব সহজেই নিজে ভর্তি আবেদন করে ভিসা পাওয়া সম্ভব।  

এবার আসি আমরা অন্য যাদের খারাপ বলি , রেস্টুরেন্ট মালিক।  এটি সত্য যে , সুইডেনের আইন কানুন কে তোয়াক্কা  না করে কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট মালিক তাদের শ্রমিকদের “দাস” বানিয়ে রাখে।  তবে ভালো দিক হলো , আস্তে আস্তে হলেও এরকম মালিকের সংখ্যা কমে আসছে। আইন মানতে বাধ্য হচ্ছে। 

ব্যক্তিগত ভাবে আমি সুইডেনে রাজনৈতিক আশ্রয় চাওয়া ব্যাপারটি পছন্দ করি না।  সরকারিভাবে ইমিগ্রেশন ,,, সুইডেনে রাজনৈতিক আশ্রয় চাওয়া বাংলাদেশিদের যখন প্রায় ৯০% কে বাটপার বলে ভিসা রিজেক্ট করে, তখন স্বাভাবিকভাবেই আমার খারাপ লাগে। সুইডেন সরকারের ভিক্ষার টাকায় কেউ কেউ বিলাসী জীবন যাপন করে , অহংকার করে , এটি দেখতেও খারাপ লাগে। 

তবে ঘটনা এখানে শেষ না, শুরু 

সুইডেনে রাজনৈতিক আশ্রয় চাওয়া অনেকেই  স্বাভাবিকভাবে মানুষের সাথে মিশতে পারে না , নিজের ভিতরে নিজেকে গুটিয়ে নেয় কেউ কেউ।  আর এটিকেই অস্ত্র বানিয়েছে কিছু মানুষ।   সুইডেনে রাজনৈতিক আশ্রয় চাওয়া মানুষদের সাহার্য্য করবে বলে ছলে বলে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে বা নিবে।  কেউ কেউ আরো চালাক ,,,এরা ” সুইডেনে রাজনৈতিক আশ্রয় চাওয়া মানুষদের সাহার্য্য করবে” বলে সুইডেন সরকার এবং নানা প্রতিষ্ঠান থেকে ডোনেশন সহ নানাভাবে টাকা নেয়া শুরু করেছে।  অর্থাৎ ডাবল লাভ। 

কিছু টাকা বা আইনগত সুবিধা অথবা চাকরি অথবা ট্রেনিং ইত্যাদি নিয়ে সাহার্য্য পাবার আশায়  যেখানে সেখানে আপনার কাগজ পত্র দিবেন না।  আপনার কাগজপত্র দেখিয়ে হয়তো আপনার নামে নানা জায়গা থেকে টাকা তুলবে।  এছাড়া আইনগত নানা চুক্তি করে আপনাকে বিপদে ফেলতে পারে।  তাই কোথাও যে কোন কাগজ জমা দেবার আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানুন।  তারপর বুঝে শুনে তারপর কোন কাগজে সই করবেন।  আবারো বলছি ,,,না বুঝে কোথাও ভুলেও সই করবেন না বা কোন কাগজ জমা দিবেন না।  

এতো এতো নেগেটিভ বা খারাপ কথা বললাম , তাহলে কি সুইডেনে ভালো মানুষ নেই ?  আছে সুইডেনে আমার মতে  ৯৯% মানুষ ভালো এবং ৯৯% প্রতিষ্ঠান ভালো।  তবে ঐ ১% খারাপ কেউ যাতে আপনাকে বিপদে ফেলতে না পরে , সেজন্যই এই লেখা।  

সকল বিষয়