Select Page

ছাত্র ভিসায় ওয়ার্ক পারমিট

May 7, 2021 | ওয়ার্ক পারমিট, চাকরি এবং ওয়ার্ক পারমিট

সুইডেনের ছাত্র ভিসা আসলে ওয়ার্ক পারমিট ,,,, এটি সম্পুর্ন ভুল কথা।  বাটপার এজেন্সি থেকে শুরু করে সুইডেনে থাকা বয়স্ক অনেক মানুষ এবং বাংলাদেশের অনেকেই মনে করে ,,,,সুইডেনের ছাত্র ভিসা আসলে ওয়ার্ক পারমিট। 

পরিষ্কার করে বলে দিতে চাই ,,,,সুইডেনের ছাত্র ভিসা আসলে ওয়ার্ক পারমিট না।  এমনকি ছাত্র ভিসায় কোন ওয়ার্ক পারমিট নেই।  ওয়ার্ক পারমিটের ধারে কাছেও কিছু নেই।  

ওয়ার্ক পারমিটের আবেদন এবং শর্ত এবং সুযোগসুবিধা সম্পুর্ন ভিন্ন।  ছাত্র ভিসায় এগুলির কোন কিছুই নেই।

১. সুইডেনে ছাত্র ভিসায় এসে আজীবন বা ১০০ বছর পড়ালেখা করলেও সেটি ইম্মিগ্রেশনে হিসাব করা হবে না।  ফলে সুইডেনে পি আর পাবেন না।  অন্যদিকে ওয়ার্ক পারমিটে ৪ বছর চাকরি করার পরে “পি আর” পেতে পারেন। 

২. সুইডেনে ছাত্র ভিসায় এসে সন্তানের জন্য অনেক সুযোগ সুবিধা পাবেন না ,,,যেটি ওয়ার্ক পারমিটে আছে। 

তবে ছাত্র ভিসাতে আপনার কাজের অনুমতি আছে।  ফলে আপনি এবং আপনার কো এপ্লিকেন্ট বা স্পাউস সবাই চাকরি করতে পারবেন।  তবে এটি ওয়ার্কপারমিট না। ছাত্র ভিসাতে কাজ করার মানে হলো ,,,”ফেলো কড়ি মাখো তেল ” অর্থাৎ চাকরি করবেন ট্যাক্স দিবেন এবং বেতন নিবেন ,,,হিসাব শেষ।  ইম্মিগ্রাশনে কোন সুবিধা পাবেন না। 

একারনে সুইডেনে এসে অনেক ছাত্র যখন বুঝতে পারে যে ,,তার ছাত্র ভিসাতে কোন ওয়ার্ক পারমিট নেই।  তখন সে সত্যিকার ওয়ার্ক পারমিট পেতে চায়। 

মাত্র ২ টি মূল  শর্ত পূরণ করতে পারলেই আপনি ছাত্র ভিসা থেকে ওয়ার্ক পারমিটে চলে যেতে পারবেন।

শর্ত ১. মাস্টার্সের নূন্যতম ৩০ ক্রেডিট করতে হবে ,

শর্ত ২.  স্থায়ী চাকরি পেতে হবে , যার নূন্যতম মাসিক বেতন ১৩ হাজার ক্রোনোর

সত্যিকার ওয়ার্ক পারমিট পাবার আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত জানতে গ্রূপের ফাইল সেকশন দেখুন। 

সুইডেনে পড়ালেখা শেষে অর্থাৎ ডিগ্রি নিলে  আপনি এক বছরের জন্য চাকরি খোঁজার ভিসা পেতে পারেন ,,,,

যেহেতু ছাত্র ভিসাতে ওয়ার্ক পারমিট নেই, তাই সুইডেনে স্থায়ী হবার সুযোগ নেই।  বিকল্প আরো একটি ব্যবস্থা হলো ,,সুইডেনে এসে নিজে ব্যবসা করে স্থায়ী ভাবে সুইডেনে থাকা।  ব্যবসা করে সুইডেনে স্থায়ী হওয়া  নিয়ে  প্রক্রিয়া ও বিস্তারিত জানতে গ্রূপের ফাইল সেকশন দেখুন। 

সুইডেনে ১০০% কাজ মানে হলো সপ্তাহে গড়ে ৪০ ঘন্টা অর্থাৎ দৈনিক গড়ে ৮ ঘন্টা কাজ।  এবং  ৫০% কাজ মানে হলো সপ্তাহে গড়ে ২০ ঘন্টা কাজ অর্থাৎ দৈনিক গড়ে ৮ ঘন্টা কাজ করলে আড়াই দিন কাজ অথবা দৈনিক ৪ ঘন্টা করে সপ্তাহে ৫ দিন কাজ করা ,,,হিসাব অনেকটা এইরকম। 

যদি কোন চাকরিতে বেতন ২৬ হাজার ক্রোনোর হয় তবে সেই চাকরিতে ৫০% কাজ করেও ওয়ার্কপারমিট পাওয়া সম্ভব। 

এবার প্রশ্ন উত্তর 

১. ওয়ার্ক পারমিটে থাকা অবস্থায় কি আমি পড়ালেখা করতে পারবো ? টিউশন ফি দিতে হবে ?

শর্তসাপেক্ষে ওয়ার্ক পারমিটে থাকা অবস্থায়  পড়ালেখা করতে পারবেন এবং টিউশন ফি দিতে হবে না অর্থাৎ ফ্রি।  তবে শর্ত হলো ,,চাকরি ঠিকমত করতে হবে এবং যে পরিমান কাজ দেখিয়ে ওয়ার্ক পারমিট নিয়েছেন সেই পরিমান কাজ বা বেতন পেতে হবে ,,,নতুবা ওয়ার্ক পারমিট বাতিল হয়ে যাবে ,,, 

২. আমি ৭৫% কাজ দেখিয়ে ওয়ার্ক পারমিট নিয়েছি ,,,আমি কি এখন ১০০% কাজ করতে পারবো ?

শর্তসাপেক্ষে ১০০% কাজ করতে পারবেন।  শর্ত হলো আপনি যে কোম্পানিতে যে কাজ করেন ,,শুধু সেই কোম্পানিতে সেই কাজ ১০০% করতে পারবেন।  অন্য কোন কোম্পানিতে চাকরি করতে পারবেন না।  অর্থাৎ একাধিক চাকরি করতে পারবেন না।  তবে এখানেও একটি ব্যতিক্রম আছে ,,,বিশেষ ক্ষেত্রে মাইগ্রেশন বা ইম্মিগ্রেশনের লিখিত অনুমতি সাপেক্ষে একাধিক চাকরি করা সম্ভব। 

৩. আমি ৭৫% কাজ দেখিয়ে ওয়ার্ক পারমিট নিয়েছি ,,,আমি কি সপ্তাহে ৭ দিন অল্প অল্প করে কাজ দেখিয়ে সব মিলিয়ে ৭৫% বা ৩০ ঘন্টা কাজ করলে হবে ?

 সুইডিশ আইন অনুযায়ী আপনি সপ্তাহে ৭ দিন চাকরি করতে পারবেন না।  গড়ে প্রতিদিন ১১ ঘন্টা ঘুমানোর সময় এবং সপ্তাহে ৩৬ ঘন্টা টানা ছুটি থাকতে হবে। 

৪.  আমি ৭৫% অর্থাৎ সপ্তাহে গড়ে  ৩০ ঘন্টা কাজ  দেখিয়ে ওয়ার্ক পারমিট নিয়েছি ,,,আমি কি চাকরির পাশাপাশি কোন ব্যবসা করতে পারবো ?

শর্ত সাপেক্ষে চাকরির পাশাপাশি  যেকোন ব্যবসা করতে পারবেন।  শর্ত হলো  যদি আপনি একক মালিকানা (enskild firma) কোম্পানি খুলে ব্যবসা পরিচালনা করেন তবে সপ্তাহে সর্বোচ্চ ১০ ঘন্টা কাজ করতে পারবেন।  সুইডিশ কোম্পানি আইন (aktiebolag) অনুযায়ী ৫০% এর কম মালিক হলে ,,,সেক্ষেত্রে আপনি কর্মচারী হিসেবে বিবেচিত হবেন।  যেটি ওয়ার্ক পারমিট আইন অনুযায়ী আপনি অন্য চাকরি করতে পারবেন না। তবে আপনি ৫০% বা এর বেশি মালিক হলে সপ্তাহে সর্বোচ্চ ১০ ঘন্টা কাজ করতে পারবেন। 

৫. করোনা অথবা যে কোন কারনে চাকরি চলে গেলে কি হবে ?চাকরি চলে যাবার সাথে সাথে অফিসিয়ালি আপনার ওয়ার্ক পারমিট বাতিল হিসেবে গণ্য হবে।  ফলে আপনি ৩ মাস সময় পাবেন নতুন করে নতুন চাকরি খুঁজে সেটি দিয়ে নতুন করে ওয়ার্ক পারমিট আবেদন করতে  পারবেন।  নতুবা সুইডেন ছেড়ে যেতে হবে। 

সবশেষে কথা হলো ,,,ভিসা অফিসার আপনার সব কাগজ দেখার পর সন্তুষ্ট হলেই পি আর দিবে ,,নতুবা সার্বিক বিবেচনায় কোন শর্ত পূরণ না হলে বা সন্দেহজনক হলে ভিসা বাতিল করে দিবে। তাই  ওয়ার্ক পারমিটে থাকা অবস্থায় কোন এদিক সেদিক করার আগে সব কিছু নিশ্চিত হয়ে নিবেন। .. নতুবা ৪ বছর পরে মহাবিপদ হতে পারে।  অতীতে অনেক কেই সুইডেনে ৪/৫ বছর চাকরি করার পরেও সুইডেন ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। 

সকল বিষয়