ইউরোপিয়ান হেলথ ইন্সুরেন্স বা স্বাস্থ্য বীমা।
এই লেখাটি সুইডেনে যাদের পার্সন নম্বর আছে শুধু তাদের জন্য
সুইডেনে যারা বসবাস করেন, আরো সহজ করে বলি , সুইডেনে যাদের সুইডিশ পার্সন নম্বর আছে। উনারা সকলেই সুইডেন সরকারের ফ্রি চিকিৎসা (বা নামে মাত্র মূল্যে) সুবিধা পেয়ে থাকেন। বড় অপারেশন বা বাচ্চাদের চিকিৎসা এবং ওষুধ তো ফ্রিতেই পাওয়া যায়। কিন্তু সুইডেন থেকে ইউরোপের অন্যান্য দেশে বেড়াতে গেলে তখন কি হবে ?
বিভিন্ন এজেন্সি না জেনে অথবা বাটপারির উদ্দেশ্যে অনেকের কাছে প্লেনের টিকিটের সাথে ইন্সুরেন্স কিনতে হবে বলে অথবা নানাভাবে টাকা নেয়। বাস্তবে সুইডেন থেকে ইউরোপের অন্যান্য দেশে বেড়াতে গেলে কোন হেলথ ইন্সুরেন্স বা স্বাস্থ্য বীমা কেনার প্রয়োজন নেই। সুইডেনের সরকারি ইন্সুরেন্স ইউরোপের প্রতিটি দেশে কার্যকর। তাই ভুলেও টাকা নষ্ট করার দরকার নেই। বরং সেই টাকা আমারে বিক্যাশ ,,,,, 🙂
সুইডেনে চিকিৎসার ক্ষেত্রে যে সকল সুযোগ সুবিধা পান , ইউরোপের অন্য দেশে বেড়াতে গেলেও সেই সকল সুযোগ সুবিধা পাবেন। এমনকি জরুরি দাঁতের চিকিৎসা ফ্রিতে করতে পারবেন।
ইউরোপের কিছু দেশের নিয়ম অনুযায়ী , আপনি সেই দেশে বেড়াতে অসুস্থ্য হলে প্রথমে নিজের পকেটের টাকা খরচ করে চিকিৎসা নিবেন। পরে সুইডেনে ফেরত এসে “Försäkringskassan” তে আবেদন করে চিকিৎসার সব টাকা ফেরত পেয়ে যাবেন।
আপনি চাইলে ফ্রিতে ইউরোপিয়ান হেলথ ইন্সুরেন্স বা স্বাস্থ্য বীমা কার্ড নিতে পারেন। এর জন্য শুধু নিচের লিংকে গিয়ে পার্সন নম্বর লিখলেই হবে। ১০ দিনের মধ্যেই কার্ড আপনার বাসায় পৌঁছে যাবে।
বলতে ভুলে গেছি , এইকার্ড ইংল্যান্ডেও কাজ করে। চিকিৎসা শেষে বিল দেবার সময় এই কার্ড ব্যাংক কার্ডের মত ব্যবহার করবেন। আলাদা করে কোন পিন কোড লাগে না। তবে মনে রাখবেন এই সুবিধা সব বেসরকারি হাসপাতালে পাবেন না , তবে সব সরকারি হাসপাতাল গুলিতে কার্যকর।
ইংরেজিতে আরো বিস্তারিত পড়তে পারবেন এই লিংক থেকে।
ভালো থাকুন